বাহিরানা

গ্রোয়িং থ্রু স্ট্রাগল: হাল না ছাড়া এক জীবনের জার্নি বই রিভিউ—ঝংকার মাহবুব—আত্মজৈবনিক গদ্য


দিপু চন্দ্র দেব

ঝংকার মাহবুবের “গ্রোয়িং থ্রু স্ট্রাগল: হাল না ছাড়া এক জীবনের জার্নি” আত্মজৈবনিক গদ্যে লেখা। পড়তে পড়তে মনে হয় এধরণের চরিত্র আমাদের আশেপাশেই কোথাও দেখেছি। কিন্তু সময়াভাবে ভালোভাবে না দেখার কারণে ঠিকঠাক মনে পড়ে না। যেহেতু সফলতার আগে কোনোকিছুতেই গভীর নজর পড়ে না, ঝংকার মাহবুব এখানে সফলতার আগের পর্বটিতে গভীরভাবে তাকিয়েছেন। যে, যারা সফল তাদেরকে বিভিন্ন ধরণের বেদনা, দুঃখ-কষ্টের মধ্য দিয়েই যেতে হয় জীবনের একটা পর্যায় পর্যন্ত, এর মধ্যে যারা হাল ছাড়ে না তাদের সফলতা কে আটকায়!

কিন্তু তিনি এই বিষয়গুলোকে সবিস্তারে তুলে এনেছেন, ফলে পড়তে পড়তে চরিত্রটির সঙ্গে একাত্মতা তৈরি হয়। তার স্ট্রাগলকে অনুভব করা যায়।

কেন্দ্রীয় চরিত্রের কলেজ জীবন থেকে ব্যবসায়ে ঢোকা, দেশের বাইরে যাওয়া আবার ব্যবসায়ে আসা—মোটা দাগে এই হচ্ছে বইটির গল্পকাঠামো। কিন্তু তিনি এই বিষয়গুলোকে সবিস্তারে তুলে এনেছেন, ফলে পড়তে পড়তে চরিত্রটির সঙ্গে একাত্মতা তৈরি হয়। তার স্ট্রাগলকে অনুভব করা যায়।

বইটি যারা মোটিভেশন চান জীবনে তাদের ভালো লাগবে।

গ্রোয়িং থ্রু স্ট্রাগল : হাল না ছাড়া এক জীবনের জার্নি
লেখক : ঝংকার মাহবুব
বিষয় : ক্যারিয়ার, মোটিভেশন
প্রকাশকাল : ২০২৪
প্রকাশক : আদর্শ
দাম : ৪০০ টাকা।

বইটি কিনতে চাইলে:

গ্রোয়িং থ্রু স্ট্রাগল : হাল না ছাড়া এক জীবনের জার্নি – বাহিরানা

 

(Visited 4 times, 1 visits today)

Leave a Comment