বাহিরানা

জীবননান্দ দাশের শ্রেষ্ঠ প্রবন্ধ বই রিভিউ—ফয়জুল লতিফ চৌধুরী—কবির চিন্তার সাথে পরিচয়


দিপু চন্দ্র দেব

রবীন্দ্রনাথ পরবর্তী সময়ে জীবননান্দ দাশ কবিতায় নিজস্ব ভাষা নির্মাণ করেছিলেন। পঞ্চপাণ্ডবদের মধ্যে তিনি অগ্রগণ্য ছিলেন। শুধু কবিতাতেই না তিনি কথাসাহিত্য ও গদ্যতেও নতুন পথের সন্ধান করেছিলেন। তার অনেক পাণ্ডুলিপিই আমরা তার মৃত্যুর পর পেয়েছি। জীবনানন্দ গবেষক ফয়জুল লতিফ চৌধুরী’র ভূমিক ও সম্পাদনায় জীবননান্দ দাশের এযাৎকালের প্রকাশিত প্রবন্ধ-নিবন্ধ থেকে বাছাই করে “জীবননান্দ দাশের শ্রেষ্ঠ প্রবন্ধ” বইটি প্রকাশিত হয়েছে। জীবননান্দ দাশের চিন্তাকে জানার জন্য অনবদ্য সংকলন

বইয়ের শেষে ফয়জুল লতিফ চৌধুরী পরিশিষ্ট যুক্ত করেছেন। সেখানে “প্রভাকর সেনকে লেখা চিঠি” নামে দুইটি অধ্যায় আছে এবং এর সাথে পাঠসহায়ক হিসেবে জীবননন্দ দাশের গ্রন্থাবলীর তালিকা ও “কবি জীবননান্দ দাশ: জীবনের সময়রেখা” নামে দুইটি রচনা আছে।

আমরা বহুকাল জীবননান্দের “কবিতার কথা” নামক বইটির দ্বারা মুগ্ধ হয়ে আছি। এ ছাড়াও সব প্রবন্ধ মিলিয়ে প্রবন্ধসমগ্রও প্রকাশিত হয়েছে তার। কিন্তু সেগুলো থেকে বাছাই করা প্রবন্ধগুলোকে দুই মলাটের ভেতর পাওয়া সুখকর। আলোচ্য বইয়ে ২৯টি প্রবন্ধ স্থান পেয়েছে। যেমন, “কবিতার কথা” “রবীন্দ্রনাথ ও আধুনিক বাংলা কবিতা” “কবিতা: বাংলা কবিতার ভবিষ্যৎ” “কবিতা পাঠ: নজরুল ইসলাম” সহ আরো অনেক প্রবন্ধ। যার অনেকগুলোর সাথেই পাঠক পূর্বপরিচিত, আবার অনেকগুলো তেমন পঠিত হয়নি। নজরুল ও সত্যেন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ বিষয়ে জীবননান্দ কী ভাবতেন, সেসব জানাও বর্তমানে গুরুত্বপূর্ণ বৈকি।

বইয়ের শেষে ফয়জুল লতিফ চৌধুরী পরিশিষ্ট যুক্ত করেছেন। সেখানে “প্রভাকর সেনকে লেখা চিঠি” নামে দুইটি অধ্যায় আছে এবং এর সাথে পাঠসহায়ক হিসেবে জীবননন্দ দাশের গ্রন্থাবলীর তালিকা ও “কবি জীবননান্দ দাশ: জীবনের সময়রেখা” নামে দুইটি রচনা আছে। যা বইটির ওজন বৃদ্ধি করেছে।

কবি ও প্রাবন্ধিক জীবননান্দ দাশকে যারা জানতে চান। যারা তার চিন্তার সাথে পরিচিত হতে চান তাদের জন্য বইটি খুবই দারকারি।

জীবননান্দ দাশের শ্রেষ্ঠ প্রবন্ধ
লেখক : ফয়জুল লতিফ চৌধুরী
বিষয় : প্রবন্ধ সংকলন
প্রকাশকাল : ২০২৩
প্রকাশক : কথাপ্রকাশ
দাম : ৪৫০ টাকা ২০% ছাড়ে বাহিরানাতে ৩৬০ টাকা।

বইটি কিনতে চাইলে:

জীবননান্দ দাশের শ্রেষ্ঠ প্রবন্ধ – বাহিরানা

(Visited 6 times, 1 visits today)

Leave a Comment