বাহিরানা

লাল জুলাই: চব্বিশের গণ-অভ্যুত্থানের পথপরিক্রমা বই রিভিউ—আলতাফ পারভেজ—জুলাইয়ের রাজনৈতিক ইতিহাসের উপস্থাপন


২০২৪-এর জুলাই শেষ হয়েছিল আগস্টে। ক্ষমতার পট পরিবর্তনে এ এক অভূতপূর্ব জনস্বাধীনতার আকাঙ্ক্ষা ও সংযুক্তির ঘটনা বাংলাদেশের জন্য। গভীরভাবে দেখলে অসংখ্য ঘটনারাশি সেখানে জড়িয়ে-পেঁচিয়ে ছিল, যা সাধারণ চোখে দেখা যায় না। অসংখ্য মানুষের ক্ষোভ, রাষ্ট্রীয় দমন-পীড়নের দীর্ঘ অধ্যায়, বিরোধী রাজনৈতিক দলের প্রতি অবদমনমূলক পন্থা বেছে নেওয়া—এসবই সেখানে যুক্ত হয়েছিল। তবে বাংলাদেশের মধ্যবিত্তশ্রেণীর সংযুক্তি—৭১-এর মুক্তিযুদ্ধের পর কোনো গণ-আন্দোলনে মধ্যবিত্ত শ্রেণী এভাবে এত বিশালভাবে অংশগ্রহণ করেনি—ক্ষমতার পালাবদলে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, কারণ তাদের কারণেই আন্তর্জাতিক পক্ষগুলো বাংলাদেশে বিষয়ে সর্তক হয়ে পড়ে (ইতিবাচক অর্থে)। লেখক, গবেষক আলতাফ পারভেজের “লাল জুলাই: চব্বিশের গণ-অভ্যুত্থানের পথপরিক্রমা” এই জুলাইয়ের ঘটনাপ্রবাহের বিবরণ নিয়ে।

এখানে বলে রাখা উচিত, আলতাফ পারভেজ “আন্তনিও গ্রামসি ও তার রাষ্ট্রচিন্তা” অনুবাদ করেছেন। মার্ক্সয়ীয় তত্ত্ব জগতে গ্রামসি যেসব কারণে বিখ্যাত তার মধ্যে তার “হেজিমনি তত্ত্ব” রয়েছে। সংক্ষেপে ক্ষমতাসীন দলের বুদ্ধিবৃত্তিক আধিপত্যই তত্ত্বটির সারকথা। তাই এই বইটিতে আলতাফ পারভেজের জুলাইয়ের সাথে সংস্কৃতির যুক্ততার বিষয়ে আলোচনা বিশেষ পাঠযোগ্যতা দাবী করে।

তিনি ক্ষমতা তত্ত্ব এবং দক্ষিণ এশিয়ার ইতিহাস ও রাজনীতি বিষয়ে ভালো বোঝেন, সংশ্লিষ্ট বিষয়গুলোর উপর তার গুরুত্বপূর্ণ বই আছে। তাই জুলাইয়ের ঘটনাপ্রবাহের বিবরণ বিশেষভাবে গুরুত্ব রাখে। বইটিতে গণ-অভ্যুত্থানের পটভূমি থেকে এর সংগঠকদের তখনকার বর্তমান ও আগের কর্মকাণ্ডে বিরবণ দিয়েছেন তিনি, তার বিশ্লেষণসহ। এর মধ্যে আন্তর্জাতিক প্রতিক্রিয়ার বিষয়টিও এসেছে।

এখানে বলে রাখা উচিত, আলতাফ পারভেজ “আন্তনিও গ্রামসি ও তার রাষ্ট্রচিন্তা” অনুবাদ করেছেন। মার্ক্সয়ীয় তত্ত্ব জগতে গ্রামসি যেসব কারণে বিখ্যাত তার মধ্যে তার “হেজিমনি তত্ত্ব” রয়েছে। সংক্ষেপে ক্ষমতাসীন দলের বুদ্ধিবৃত্তিক আধিপত্যই তত্ত্বটির সারকথা। তাই আলতাফ পারভেজের লাল জুলাই: চব্বিশের গণ-অভ্যুত্থানের পথপরিক্রমা বইটিতে জুলাইয়ের সাথে সংস্কৃতির যুক্ততার বিষয়ে আলোচনা বিশেষ পাঠযোগ্যতা দাবী করে। বিগত সরকারের সাংস্কৃতিক বলয়—যেটা ‍বুদ্ধিবৃত্তিক আধিপত্যেরই অংশ—ভেঙে পড়েছিল তখন এমনই প্রতীতি জন্মায়।

পূর্বেই বলা হয়েছে জুলাইয়ের অনেকগুলো অংশ ছিল, তাই একপাক্ষিক আলোচনা সম্ভব নয়, কারণ প্রায় সব রাজনৈতিক দল, সাধারণ মানুষ, মধ্যবিত্ত শ্রেণী যুক্ত হয়েছিল সেখানে। এই জটিল রাজনৈতিক পরিস্থিতি অনুধাবনে আলতাফ পারভেজের বইটি বিশেষ সহায়ক হবে।

লাল জুলাই: চব্বিশের গণ-অভ্যুত্থানের পথপরিক্রমা
লেখক : আলতাফ পারভেজ
বিষয় : রাজনীতি, ইতিহাস
প্রকাশকাল : ২০২৫
প্রকাশক : প্রথমা প্রকাশন
দাম : ৫৫০ টাকা।

বইটি কিনতে চাইলে:

লাল জুলাই : চব্বিশের গণ-অভ্যুত্থানের পথপরিক্রমা (Lal July : Chobbisher Gono-Abhutthaner Pothporikroma) – বাহিরানা


Leave a Comment