বাহিরানা

নয়ন স্যার—মোশতাক আহমেদ—বিপরীত ঘটনায় পূর্ণ


দিপু চন্দ্র দেব

ক্ষুদে গোয়েন্দা লেলিন ও শিরিরের গল্প মোশতাক আহমেদের “নয়ন স্যার” বইটি। আবার নয়ন স্যার ও তার মেয়ে ব্লাড ক্যানসারে আক্রান্ত নীপার গল্পও।

মোশতাক আহমেদের বিশেষত্ব হচ্ছে, তিনি বিপরীত মেরুর ঘটনারাশিকে একসূত্রে বাঁধতে পেরেছেন। এবং তিনি শিশু-কিশোরদের মন সম্পর্কেও ধারণা রাখেন।

বইটির কাহিনী এরকম, শহরে এসে গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন নয়ন স্যার ও তার পরিবার। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় লেলিন ও শিশির। কিন্তু সেখানে নকল ঔষধের একটি আন্ডারগ্রাউন্ড চক্রের মুখোমুখি হয় দুই বন্ধু। একপর্যায়ে শিশির চক্রটির হাতে বন্দী হয়ে পড়ে, তাকে উদ্ধার করার দায়িত্ব এসে পড়ে লেলিনের ওপর। অন্যদিকে নয়ন স্যার ও তার মেয়ের অবস্থাও বেশি ভালো নয়।

এসব পরস্পর বিপরীত ঘটনাবলী নিয়ে টানটান উত্তেজনার রহস্যগল্প সাজিয়েছেন লেখক। মোশতাক আহমেদের বিশেষত্ব হচ্ছে, তিনি বিপরীত মেরুর ঘটনারাশিকে একসূত্রে বাঁধতে পেরেছেন। এবং তিনি শিশু-কিশোরদের মন সম্পর্কেও ধারণা রাখেন। ফলে পড়তে পড়তে বইটি শেষ করার একটা চাপ অনুভূত হয়।

বইটি কিশোর গোয়েন্দা পাঠকদের ভালো লাগবে।

নয়ন স্যার
লেখক : মোশতাক আহমেদ
বিষয় : গোয়েন্দা গল্প, শিশু-কিশোর
প্রকাশকাল : ২০২৩
প্রকাশক : কথাপ্রকাশ
দাম : ২৫০ টাকা।

বইটি কিনতে চাইলে:

নয়ন স্যার – বাহিরানা

(Visited 9 times, 3 visits today)

Leave a Comment