বাহিরানা

প্রবাহিত জীবনের গল্প বই রিভিউ—রইসউদ্দিন আরিফ—যে আত্মজীবনী বাংলাদেশের কথাও বলে


দিপু চন্দ্র দেব

রইসউদ্দিন আরিফ প্রগতিশীল রাজনীতিতে জড়িয়েছিলেন সেই ষাটের দশকে। এরপর দেশ-জাতির বহু চড়াই, উৎরাইয়ের সাক্ষী যেমন হয়েছেন, তেমনি সেগুলোতে সক্রিয় অংশগ্রহণও ছিল। সিরাজ শিকদার ও পূর্ববাংলা শ্রমিক আন্দোলনের সঙ্গেও যোগাযোগ ছিল। এসব বলার কারণ হলো লেখক ও গবেষক রইসউদ্দিন আরিফের “প্রবাহিত জীবনের গল্প” নামক আত্মজীবনীটি।

ফলে, সততা এই আত্মজীবনীর এক সম্পদ। তার জীবনের গল্পের মাধ্যমে নিবিড়ভাবে লেখক, গবেষক ও বামপন্থী রইসউদ্দিন আরিফের সাথে সাথে বাংলাদেশকেও জেনে নিতে পারবেন পাঠক।

তিনি একটি দেশের জন্ম যেমন দেখেছেন, তেমনি এর সম্ভাবনা ও ক্ষতগুলোও দেখেছেন। তাই তার লেখা গুরুত্বপূর্ণ, কারণ তার জীবনের সাথে ইতিহাস আছে অঙ্গাঙ্গীভাবে।

আত্মজীবনীটিতে তিনি সরলতা কিন্তু বস্তুবাদী দ্বান্দ্বিকতার দর্শনকে এড়িয়ে যাননি। এই দুই বিষয়কে ধারণ করে সরল ও প্রাঞ্জলভাবে তুলে এনেছেন তার জটিল জীবনের গল্পটি, যেখানে তিনি কেন্দ্রে থাকলেও ইতিহাসের দ্বন্দ্বের নিরিখেই সবকিছুর বিচার করেছেন। ফলে, সততা এই আত্মজীবনীর এক সম্পদ। তার জীবনের গল্পের মাধ্যমে নিবিড়ভাবে লেখক, গবেষক ও বামপন্থী রইসুউদ্দিন আরিফের সাথে সাথে বাংলাদেশকেও জেনে নিতে পারবেন পাঠক।

প্রবাহিত জীবনের গল্প
লেখক : রইসউদ্দিন আরিফ
বিষয় : জীবনীগ্রন্থ
প্রকাশকাল : ২০২৪
প্রকাশক : পাঠক সমাবেশ
দাম : ৬৫০ টাকা ২০% ছাড়ে বাহিরানায় ৫২০ টাকা।

বইটি কিনতে হলে:

প্রবাহিত জীবনের গল্প – বাহিরানা

(Visited 12 times, 1 visits today)

Leave a Comment