“এরকম ঝিলিকমারা খাটটেবিল বানাতে গেলে সেইরকম মিস্তিরি দরকার। আর সেইরকম সব মিস্তিরি অনেক আগেই হাঁটা দিয়ে টাউনের দিকে।“ ইমতিয়ার শামীমের শ্যামলতার মৃত্যুশিথান গল্প বইয়ের প্রথম গল্প “নির্মাণের প্রকপর্ব”-এর একটি বাক্য। একদম ভিন্ন বিষয়, বাংরাদেশ থেকে ফ্রান্সের মিউজিয়ামে স্কাল্পচার পাঠানোর বিষয় ও চারুকলার পুরনো বন্ধুদের আড্ডায় মিলিত হওয়াকে প্রসঙ্গ করে বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনের ইতিহাস তুলে এনেছেন ইমতিয়ার শামীম তার স্তোত্রপাঠের দিন উপন্যাসিকায়। বইটি এই বছরই প্রকাশিত হয়েছে। আমাদের আলোচ্য শ্যামলতার মৃত্যুশিথান গল্পের বইয়ে একটা স্থানান্তরের চিত্র আছে, গ্রামের ভেঙে পড়ার রূপ। এই ভাঙনই কী মৃত্যুর প্রতীক কীনা তা স্পষ্ট করে বলা নেই, কবিতার মতো ইঙ্গিত আর চিত্ররূপে ভর করেই তার ছোটগল্পগুলো তাদের বাস্তুভিটে গড়ে তুলেছে। যেরকমটা আমরা দেখেছিলাম ইমতিয়ার শামীমের খোয়াব রন্ধন সংবাদ (২০২৩)-এ।
বিষণ্ণতার চাপা আবহ, আর ইমতিয়ার শামীমের নিজস্ব মেদহীন ভাষাকাঠামো। যা সূচের মতো পাঠকালে বিদ্ধ করে, মুদ্ধতায়।
বইটির কোনো নামগল্প নেই। তাই পাঠকদের পুরো বইটিই পড়তে হবে, আর মুখোমুখি হতে হবে ভিন্ন-ভিন্ন সাতটি গল্পের। গল্পগুলোর নাম যথাক্রমে, “নির্মাণের প্রাকপর্ব”, “যেমত আকাশমাটি, রক্তপ্রলাপ”, “ঘাসওঠামাঠে এক সবুজ বালক” “দ্রষ্টব্য গয়ালক্ষুধা” “ভাতঘ্রাণ নাকে নিয়ে” “চাঁদকুয়াশার ভোর” “নির্ভরতার দুঃখ”।
প্রতিটি গল্পের একটি সাধারণ বৈশিষ্ট দেখা যায়, সেটি হলো গল্পগুলোতে কিছু একট বদলাচ্ছে। এরসাথে বিষণ্ণতার চাপা আবহ, আর ইমতিয়ার শামীমের নিজস্ব মেদহীন ভাষাকাঠামো। যা সূচের মতো পাঠকালে বিদ্ধ করে, মুদ্ধতায়। বাংলাদেশের ছোটগল্পের ইতিহাসে এই লেখক ইতোমধ্যেই স্বতন্ত্র একটি ছাপ রেখেছেন, এই বইটি তা বর্ধিত করবে।
শ্যামলতার মৃত্যুশিথান
লেখক: ইমতিয়ার শামীম
বিষয়: গল্প
প্রকাশকাল: ২০২৫
প্রকাশক: প্রসিদ্ধ পাবলিশার্স
মূল্য: ৩০০ টাকা।
শ্যামলতার মৃত্যুশিথান ছোটগল্পের বইটি কিনতে চাইলে
