বাহিরানা

ওয়াসি আহমেদের টিকিটাকা: আত্মজৈবনিক ও ব্যক্তিগত মূল্যায়নধর্মী লেখা


কথাসাহিত্যিক ওয়াসি আহমেদের টিকিটাকা বইটি তার বই, পাঠ অভিজ্ঞতা ও লেখকদের নিয়ে। বিভিন্ন বইয়ের সাথে তার যাপন এমনকি সেগুলোর চরিত্রদের তিনি কীভাবে দেখেছেন তারও হদিস মেলে এই বইয়ে।

আর লেখাগুলোর চোরাগোপ্তা পথে লেখকের ভাবনা জগৎ-ও উন্মোচিত হয় আমাদের সামনে

বইটির শৈলির সাথে সৈয়দ মুজতবা আলীর পঞ্চতন্ত্র-এর মিল পাওয়া যায়। আর সেই কারণেই উপভোগ্য। পুরনো বই ও বইচুরি নিয়ে লেখা থেকে রবীন্দ্রনাথ, ওরহান পামুকসহ অনেক কিছুই অনেক লেখকই এসেছেন। অনেকটা আত্মজৈবনিক, স্মৃতিবাহিত লেখা। একটি লেখা পাঠ করার পর তার অনুভূতি, তিনি কী পেলেন—সেসব লিপিবদ্ধ করেছেন তিনি।

টিকিটাকা  বইটিতে আবার মূল্যায়নও আছে, বাংলাদেশের পঞ্চাশের দশকের গুরুত্বপূর্ণ কবি শহীদ কাদরী’র কবিতার বই উত্তরাধিকার নিয়ে “উত্তরাধিকার-এর শহীদ কাদরী” কবি ও কথাসাহিত্যিক হুমায়ুন আজাদের বই “ফুলের গন্ধে ঘুম আসে না” এরকম কয়েকটি গুরুত্বপূর্ণ বইয়ের উপর ওয়াসি আহমেদের মূল্যায়নের দেখা পাই আমরা বইটিতে। অন্যদিকে “সাহিত্য পুরস্কার” “বইমেলা” নিয়েও লেখা রয়েছে। গদ্যগুলোর মূল বৈশিষ্ট্য হলো, ওয়াসি আহমেদের ব্যক্তিগত অভিজ্ঞতাই বইটির মূল রসদ, এই কারণেই বইয়ের বিষয়বস্তুর মধ্যে বৈচিত্রের দেখা পাই আমরা। আর ঠিক এই কারণেই বইটির আবেদনও তৈরি হয়।
যদি বাড়তি হিসেবে পাঠক ওয়াসি আহমেদের গদ্যের স্বাদ পেতে আগ্রহী হন, তাহতে সেই প্রাপ্তিও ভালোভাবেই ঘটার সম্ভাবনা আছে। আর লেখাগুলোর চোরাগোপ্তা পথে লেখকের ভাবনা জগৎ-ও উন্মোচিত হয় আমাদের সামনে, এও এক প্রাপ্তি বলা যায়।

টিকিটাকা
লেখক: ওয়াসি আহমেদ
বিষয়: প্রবন্ধ
প্রকাশকাল: ২০২৫
প্রকাশক: কথাপ্রকাশ
মূল্য: ৪০০ টাকা।

টিকিটাকা বইটি কিনতে চাইলে


মন্তব্য করুন