কবিতা ও কথাসাহিত্য বই রিভিউ সূচীপত্র বিভাগে এক স্থানে মৌলিক বাংলা কবিতা, উপন্যাস ও ছোটগল্পের বইয়ের উপর আলোচনা এবং অনুবাদ গল্প, উপন্যাস ও কবিতার বইয়ের রিভিউ পড়ার জন্য স্বাগতম। বাংলা সাহিত্য ও বিশ্বসাহিত্যের গুরুত্বপূর্ণ বইগুলোর রিভিউ প্রকাশিত হয় বাহিরানায়, সেই লেখাগুলোই এখানে এক জায়গায় পাওয়া যাবে।
কবিতা ও কথাসাহিত্য বই রিভিউ বিভাগসমূহ
কবিতা বই রিভিউ
উপন্যাস বই রিভিউ
গল্প বই রিভিউ
অনুবাদ কবিতা বই রিভিউ
অনুবাদ উপন্যাস বই রিভিউ
অনুবাদ গল্প বই রিভিউ
কবিতা ও কথাসাহিত্য বই রিভিউ
কবিত ও কথাসাহিত্য দুইই সাহিত্য তবে বিস্তৃত বিভিন্ন বিভাগে। কবিতা যেমন মহাকাব্য, মঙ্গলকাব্য, গীতিকবিতা ধরে প্রভাহিত হয়েছে তেমনি কথাসাহিত্য উপন্যাস, ছোট গল্পে বিস্তারিত। প্রতিটি বিভাগই নিজস্ব নীতিমালা ধরে অগ্রসর হয়েছে, যেমন মহাকাব্য গীতিকবিতার মতো নয়, আবার মঙ্গলকাব্য মহাকাব্যের মতো নয়, ভিন্ন নীতিমালা অনুসরণ করে তারা। তবে সবই কবিতা কেননা কবিতার গুণ এই তিনভিভাগেই বর্তমান, তাই তারা একত্রে কবিতা। অন্যদিকে কথাসাহিত্যে উপন্যাস ও ছোটগল্প ভিন্ন ভিন্ন কার্যকারণ প্রক্রিয়া অনুসরণ করে রচিত হলেও কথাসাহিত্যের মান মান্য করে।
কবিতা বই রিভিউ
কবিতার ইতিহাস রয়েছে, বিভিন্ন যুগে এবং প্রতি দশকেই নতুন নতুন কবিরা নতুন কবিতা নিয়ে সাহিত্যগজতে আবির্ভূত হন। প্রতিযুগের ও দশকের বইগুলোর দিকে তাকালেই তা দেখতে পাওয়া যায়। তাই এক শতকের কবিতার চেয়ে পরবর্তী শতকের কবিতার এত অমিল পরিলক্ষিত হয়। কবিতা ভাষিক শিল্পের মধ্যে সবচেয়ে পুরনো। একজন পাঠক নিজের মাতৃভাষার বাইরে সারাপৃথীর অগুণিত কবিতা পড়তে পারেন না, ভাষিক কারণে। এখান থেকেই কবিতার অনুবাদ ও তৎপরবর্তী অনুবাদ কবিতার বইয়ের উদ্ভব। বাহিরানায় প্রকাশিত বাংলা কবিতা ও অনুবাদ কবিতার বইগুলো নিয়ে আলোচনায় কবিতা শিল্পের কার্য ও গঠন সম্পর্কে বিস্তারিত ধারণা এবং অতীত ও সাম্প্রতিক কাব্যতত্ত্বের ও কবিতার ধারাবাহিকতা আমলে নেওয়া হয়। যার ফলে একটি কবিতার বই কেন বিশেষ ও গুরুত্বপূর্ণ তা পাঠকদের সহজে বোধগম্য হয়। অনেক সময় লেখক নিজেও হয়তো জানেন না তার কবিতাটি কত বিচিত্র অভিমুখী, সমালোচকের কাজ এই অভিমুখগুলোর সন্ধান করা। যা বাহিরানায় প্রকাশিত রিভিউগুলোতে গুরুত্বসহকারে করার চেষ্টা করা হয়।
কথাসাহিত্য বই রিভিউ
উপন্যাস রিভিউ
উপন্যাসও কবিতার মতো একটি ধারাবাহিকতার মধ্যে অগ্রসর হয়েছে। বাংলা সাহিত্যের ৭০ বছর আগের আগের উপন্যাস আর আজকের উপন্যাসটি একইরকম নয়। যেমন বঙ্কিমচন্দ্র ও হাসান আজিজুল হক এবং আখতাওজ্জামানের উপন্যান শিল্প নিয়ে ধারণা একই রকম নয়, তেমনি তাদের উপন্যাসও ভিন্ন। এরকারণ সময় ও এর দর্শন। বাহিরানায় প্রকাশিত মৌলিক বাংলা উপন্যাস ও বিদেশি ভাষায় রচিত উপন্যাসের অনুবাদ নিয়ে প্রকাশিত আলোচনায় এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা হয়।
ছোটগল্প রিভিউ
নির্মাণ কৌশলে কবিতার কাছাকাছি ছোটগল্প। ছোটগল্প মানব সভ্যতার একটি অনন্য দিক ধরে আছে, তাহলো আমাদের চারপাশে আমরা যা দেখি সবকিছুর সঙ্গেই রয়েছে গল্পের যোগ। আমাদের বাস্তবতা গল্পের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই শিল্পও নিজস্ব ধারবাহিকতা নিয়ে বর্তমান পর্যন্ত এসেছে। মৌলিক বাংলা ছোটগল্প ও অনুবাদ ছোটগল্প আমাদের সাহিত্যজগতকে প্রতিনিয়ত সচল রাখছে। চিরায়য়ত ও সাম্প্রতিক গল্পের বইগুলোর উপর আলোচনায় বাহিরানা তার সুক্ষ্ণাতিসুক্ষ্ণ বিষয়গুলো ধারণ করে পাঠকদের সামনে বইগুলোকে তুলে ধরতে চেষ্টা করে।
কবিতা ও কথাসাহিত্য বই রিভিউ সূচীপত্র বিভাগে পাঠকেরা একসঙ্গে তাদের পাঠআগ্রহের বইগুলোর আলোচনা পাবেন।
