সেরা দশ ফিল্ম:
১. হার্ট অব স্টোন: একটি গোপন বৈশ্বিক শান্তিরক্ষা মিশন এজেন্সির একজন বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডে জড়িত অপারেটিভ এক হ্যাকারকে ধাওয়া করে, যে গুরুত্বপূর্ণ এবং বিপদজনক অস্ত্র বাগিয়ে নিতে চাচ্ছে। মূল চরিত্রে অভিনয় করেছেন গাল গ্যাদোত। আলিয়া ভাটকেও দেখা যাবে এই চলচ্চিত্রে।
২. আদিপুরুষ: রামায়ণের আধুনিক রূপান্তর এই চলচ্চিত্র। রাঘব তার স্ত্রী জানকিকে রাবণের লঙ্কা থেকে উদ্ধার করতে যাওয়ার ঘটনাকে অবলম্বন করা হয়েছে মূল কাহিনীতে। মূল চরিত্রে অভিনয় করেছেন, প্রভাস, সাইফ আলী খান, কৃতি শ্যানন।
৩. নো এস্কেপ রুম: মজার ছলে এস্কেপ রুম নামে একটা খেলায় অংশ নেয় বাবা আর মেয়ে। এরপরই আনন্দ বদলে যায় আদিভৌতিক বাস্তবতায়, মৃত্যু প্রতি মুহূর্তেই কাছে এগিয়ে আসছে। পালানো ছাড়া তাদের কাছে অন্য কোনো পথ নেই।
৪. দ্য মাংকি কিং: চায়নিজ লোককথা থেকে তৈরি হয়ে একশন-কমেডি ঘরানার এই চলচ্চিত্র। এক বানর আর তার জাদুর লাঠি, এই লাঠির সাহায্যে সে যুদ্ধ করে বেড়ায় দানব, জন্তু-জানুয়ার আর দেবতাদের সাথে, তবে তার সবচেয়ে বড় যুদ্ধ তার নিজের অহং (ইগো)য়ের সাথে।
৫. হিডেন স্ট্রাইক: ভারতে একটা টেররিস্ট এটাক আটকানোর গোপন মিশন নিয়ে এই চলচ্চিত্রের কাহিনি গড়ে ওঠেছে।
৬. জারহেড ২: ফিল্ড অব ফায়ার: কোনোরকম ট্যাংক এবং যুদ্ধবিমানের সহায়তা ছাড়া সেনাবাহিনীর একজন করপোরাল এবং তার টিমকে নিজেদের সাহস আর আগ্নেয়াস্ত্রের উপর নির্ভর করে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ভেতর একজন তালেবান বিরোধী গুরুত্বপূর্ণ নারীকে যেকোনো মূল্যে রক্ষা করতে হবে।
৭. হোয়াট ম্যান ওয়ান্ট: পুরুষদের খেলার সামগ্রী বিক্রিকারী প্রতিষ্ঠানের একজন নারী এজেন্টের প্রফেশন নিয়ে এই চলচ্চিত্র। অদ্ভুত অবস্থা সৃষ্টি হয় তখন, যখন সে তার ক্লায়েন্টদের চিন্তাকে শুনতে পায়।
৮. চোর নিকালকে ভাগা: তিনজন চোরে ব্যাংক ডাকাতি করতে যাওয়া এবং এরপর তারা যে মজাদার অভিজ্ঞতার সম্মুখীন হয় তা নিয়েই এই ছবি। চলচ্চিত্রটি কমেডি ঘরানার হিউমর আর ব্যাপক টুইস্ট সম্মৃদ্ধ, দারুণ সব ডায়ালগও আছে এই ছবিতে।
৯. জুম ১০০: বাকেট লিস্ট অব দ্য ডেড: জনপ্রিয় মাংগা সিরিজের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে এই ছবি। মূল কাহিনিতে দেখা যায় আকিরা টেন্ডো নামের ২৪ বছর বয়সী একজন অফিস ওয়ার্কার যে তার কাজ নিয়ে বিরক্ত ও অসুখী, একদিন সে জেগে ওঠে দেখে পৃথিবী জুম্বিরা দখল করে নিয়েছে, সে তখন তার সুযোগ কাজে লাগায়, সেটা হলো মৃত্যুর আগে সে তার ১০০টা বাকেট লিস্ট পূর্ণ করার সিদ্ধান্ত গ্রহণ করে। এটা কমেডি হরর আর একশন ঘরানার চলচ্চিত্র।
১০. লাস্ট স্টোরিজ ২: চারটি ছোট গল্পের সমন্বয়ে এই চলচ্চিত্র নির্মিত হয়েছে। এই গল্পগুলো ভিন্ন, ভিন্ন দৃষ্টিকোণে আধুনিক ভারতের প্রেম, যৌনতা আর সম্পর্ককে উপস্থাপন করে।
সেরা ১০ টিভি সিরিজ:
১. গান’স এন্ড গোলাব’স: এক শান্ত শহরে— এক ম্যাকানিক তার মৃত গ্যাংস্টার পিতার ছায়া থেকে বেরুনোর জন্য প্রাণপণ চেষ্টা করছে তার প্রেমিকাকে জেতার যুদ্ধ জয় করার জন্য, একজন সত্ পুলিশ অফিসার বিশৃঙ্খলার চূড়ান্ত অবস্থায় নিপতিত হয়েছে, তখনই এক বিতৃষ্ণ কার্টেল উত্তরসূরী তার পরিচয় সংকটে পড়েছে।
২. ডেপ ভারাসাস হার্ড: প্রথমবারের মতো জনি ডেপ আর এম্বার হার্ডের কোর্ট যুদ্ধকে সম্পূর্ণভাবে দর্শকের জন্য নিয়ে আসা হয়েছে। সিরিজটিতে তাদের লড়াই সোশ্যাল মিডিয়া আর হলিউডকে উত্তেজনা আর বিতর্কে যেভাবে একসূত্রে বেঁধেছিল তাও দেখানো হয়েছে।
৩. দ্য হান্ট ফর ভিরাপ্পান: সিজন ১: একজন কষাই যে দক্ষিণ ভারতের এক জঙ্গল দখল করে রেখেছে এবং ভারতের সবচেয়ে বড় মনুষ্য শিকারীতে পরিণত হয়েছে, তাকে নিয়েই এই টিভি সিরিজ।
৪. মাই হ্যাপি ম্যারিজ: সিজন ১: একজন অসুখী নারী যে নির্যাতনপ্রবণ এক পরিবার থেকে এসেছে, তার বিয়ে হয় ভয়ংকর এবং শীতল এক আর্মি কমান্ডারের সাথে। কিন্তু একসময় তারা পরস্পরকে গভীরভাবে জানতে শুরু করে, তখন মনে হয় ভালোবাসার এক সুযোগ রয়েছে।
৫. কিং দ্য ল্যান্ড: সিজন ১: ‘তোমার রাজার উদ্দেশ্যে সর্তকতার সাথে হাসবে’ এই থিমের প্রতি হোটেল কর্মচারী আর কর্মকর্তাদের বিভিন্ন মতামত আর কর্মকাণ্ড নিয়ে কিং দ্য ল্যান্ড টিভি সিরিজ তৈরি হয়েছে। কিং হচ্ছে কোম্পানির নাম, আর হোটেলের সব অতিথী হচ্ছে রাজা এই হচ্ছে হোটেলের মূল রূপক।
৬. কোহরা: সিজন ১: বিয়ের আগের দিন বিয়ের বরকে যখন মৃত অবস্থায় পাওয়া যায় তখন সেই কেসের তদন্তে দুই পুলিশ অফিসার যোগ দেয়, কিন্তু একসময় ঘটনাপ্রবাহ তাদের নিজেদের জীবনকেই হুমকির মুখে ফেলে দেয়, সাথে কেস বন্ধ হয়ে যাওয়ারও উপক্রম হয়।
৭. পেইনকিলার: লিমিটেড সিরিজ: এই ড্রামা সিরিজে আমেরিকার আফিম মহামারির কারণ আর প্রভাব বের করতে একজন তদন্তকারী কিভাবে সত্য উদঘাটনের জন্য এর নেপথ্যনায়ক আর ভিকটিমদের অনুসন্ধান করে তা দেখানো হয়েছে।
৮. বিহাইন্ড ইওর টাচ: সিজন ১: একজন ভেজিটারিয়ান, যার সাইকোমেট্রিক ক্ষমতা আছে, যে ক্ষমতা দিয়ে সে গুরুত্বপূর্ণ খুটিনাটি ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারে আর আরেকজন রক্তগরম ডিটেক্টিভ, তারা মুজিন প্রদেশের ছুংছেয়ঙ-ডু নামে এক ছোট শহরে ছোট ছোট অপরাধমূলক কেসের তদন্ত করতে করতে পরস্পরের প্রেমে পড়ে যায়।
৯.উইচার: সিজন ৩: এই সিজনে সিরি’কে গ্যারাল্ট অব রিভিয়া আর ইয়েনিফার রক্ষা করার দায়িত্ব নেয়, নিজের ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে করতে সাহায্য করে তারা। ‘উইচার’ সিরিজে এটাই হ্যানরি ক্যাভিলের শেষ অভিনয়।
১০. ম্যাক কেডেটস: সিজন ১: এক ভাগ্যাহত কিশোর এক ক্যাডেট দলে যোগ দেয় যাদেরকে স্পেস থেকে আসা রোবো ম্যাকস-এর সাথে মিলে পৃথিবীকে এলিয়েন দখলদারদের থেকে মুক্ত করার জন্য নির্বাচন করা হয়েছে।