রুথ ওয়ের-এর নতুন থ্রিলার উপন্যাস ‘জিরো ডেইজ’ এ বছরের জুন মাসে প্রকাশিত হওয়ার পর-পরই পাঠকরা লুফে নিয়েছেন। পাঠক-সমালোচক মহলে এটা প্রায় প্রতিষ্ঠিত যে রুথ বরাবরই নতুন কিছু চমক নিয়ে আসবেন, এবারও তার ব্যতিক্রম হয়নি।
এই উপন্যাসের প্লটও অসংখ্য টুইস্ট আর জায়গায় জায়গায় অভাবনীয় সব বাঁক নেয়। চরিত্রগুলো বাস্তববাদী এবং লেখকের দক্ষতার স্পর্শে গড়ে ওঠেছে। তারা মানবিক। যেমন আমরা দেখতে পাই, জ্যাক অতিশয় বুদ্ধিমত্তা এবং দক্ষতার সাথে বিভিন্ন চ্যালেঞ্জ এবং বিপদের মোকাবিলা করে, কিন্তু একইসাথে তার চরিত্রে ভঙ্গুরতা আর আবেগের উপস্থিতিও রয়েছে ভালোভাবেই।
উপন্যাসের মূল আখ্যানভাবে দেখা যায়, জ্যাক এবং তার স্বামী দুজনেই প্রফেশনাল হ্যাকার এবং নিরাপত্তা বিশেষজ্ঞ। তাদের কাজ হলো বিভিন্ন বিল্ডিংয়ে ঢুকে সেখানকার সিকিউরিটি সিস্টেম হ্যাক করা। একদিন ঘটনাক্রমে একটি নিত্যনৈমিত্তিক প্রকল্প ব্যর্থ হওয়ার পর হঠাত্ জ্যাক ফিরে তার স্বামীকে মৃত অবস্থায় আবিষ্কার করে। অবধারিতভাবে স্বামীর মৃত্যুর দায় এসে পড়ে তার উপর, তাকে প্রধান সন্দেহভাজনের তালিকায় ফেলা হয়। এখন তার সামনে শুধুমাত্র একটাই পথ খোলা আছে সেটা হলো যত দ্রুত সম্ভব পালানো এবং অবশ্যই স্বামীর প্রকৃত খুনীকে খুঁজে বের করার সময় কাকে, কাকে বিশ্বাস করা যায় সেটা জানা।
রুথ ওয়ের তাঁর লেখায় সাসপেন্স আর রহস্যের জন্য খ্যাত, তিনি শ্বাসরুদ্ধকর গল্প তৈরি করতে পারেন যেটা পাঠকদেরকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারে। এই উপন্যাসের প্লটও অসংখ্য টুইস্ট আর জায়গায় জায়গায় অভাবনীয় সব বাঁক নেয়। চরিত্রগুলো বাস্তববাদী এবং লেখকের দক্ষতার স্পর্শে গড়ে ওঠেছে। তারা মানবিক। যেমন আমরা দেখতে পাই, জ্যাক অতিশয় বুদ্ধিমত্তা এবং দক্ষতার সাথে বিভিন্ন চ্যালেঞ্জ এবং বিপদের মোকাবিলা করে, কিন্তু একইসাথে তার চরিত্রে ভঙ্গুরতা আর আবেগের উপস্থিতিও রয়েছে ভালোভাবেই। আর অন্যদিকে শুধু জ্যাকই নয় পরিবেশ-পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে মূল ঘটনাপ্রবাহের টানা গতি তাই পাঠকদের মননে প্রভাববিস্তার করে।
উপন্যাসটি আমাদের অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা ঘেরা আধুনিক বিশ্বকে আরেকবার যাচাই করে দেখতে চায়। নিরাপত্তা, ভালোবাসা, সহাবস্থানের মতো শব্দগুলো আসলে ফাঁকা বুলি কীনা তা পরীক্ষা করতে লেখক পাঠকদের নিয়ে যান এক রুদ্ধশ্বাস গল্পে, যে গল্পের মানুষগুলো বাস্তবজগতে পাঠকদের আশেপাশেই অবস্থান করে। ফলে, জ্যাকসহ অন্যান্যদের ভাগ্যে কী আছে সেটা না জেনে বই বন্ধ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।
জিরো ডেইজ
রুথ ওয়ের
প্রকাশক: সিমন এন্ড স্কুস্টার
প্রকাশকাল: জুন, ২০২৩