বাহিরানা

টাইগার ৩— মনীশ শর্মা— অবশেষে ভাঙছে প্রতীক্ষা


অবশেষে আসছে টাইগার ৩। এ বছরের দিওয়ালিতে ভারতসহ পৃথিবীব্যাপী হলগুলোতে মুক্তি দেওয়া হবে ইয়াশ রাজ ফিল্মসের জনপ্রিয় এই চলচ্চিত্র।

সালমান খান এবং ক্যাটরিনা কাইফকে যথাক্রমে অভিনাশ সিং রাথুর ও জয়া চরিত্রেই দেখা যাবে। চলচ্চিত্রটি এবার টাইগার জিন্দা হ্যায় (২০১৭), ওয়ার (২০১৯) এবং পাঠান (২০২২)-এর গল্পের প্লট অনুসরণ করবে। পরিচালনা করবেন ‘ব্যান্ড বাজা বারাত’ (২০১০) ও ‘ফ্যান’ (২০১৬)-এ খ্যাতি পাওয়া পরিচালক মনীশ শর্মা, আর প্রযোজনা করবেন আদিত্য চোপড়া। ইয়াশ রাজ ফিল্মস-এর স্পাই ইউনিভার্সের পঞ্চম চলচ্চিত্র এটি।

সালমান খান তার ইন্সটাগ্রামে বলেছেন,  “আ রাহা হুন!” (আমি আসছি!)। ক্যাটরিনা কাইফ পোস্টার শেয়ার করে তার নিচে ক্যাপশনে লিখেছেন, “নো লিমিটস, নো ফিয়ার, নো টার্নিং ব্যাক” ( কোন সীমানা নেই, কোন ভয় নেই, কোন ফিরে যাওয়া নেই)। তবে চলচ্চিত্রে সালমান খানকে একবার ন্যাড়া হতেও দেখা যাবে ‘তেরে নাম’ (২০০৩)-এর পর এবারই প্রথম তাকে এই রূপে দেখা যাবে।

টাইগার-৩ এর পোস্টারছবি: আইএমডিবি
টাইগার-৩ এর পোস্টার ছবি: আইএমডিবি

সালমান এবং ক্যাটরিনাকে ছাড়াও চলচ্চিত্রে দেখা যাবে ইমরান হাশমি, রিভাতি, রনভীর শোরে, ভিশাল জিতওয়া, রিদ্দি ডোগরা সহ অনেককেই। তবে বাড়তি আকর্ষণ হিসেবে ক্যামিও চরিত্রে এবার শাহরুখ খানকে দেখা যাবে। পাঠান চরিত্রের ভূমিকায় থাকবেন তিনি।

টাইগার ৩-এর নতুন পোস্টার ইংরেজি, হিন্দি তামিল এবং তেলেগুতে আসার পরদিনই টিজার মুক্তি পেয়েছে। সালমান খান তার ইন্সটাগ্রামে বলেছেন,  “আ রাহা হুন!” (আমি আসছি!)। ক্যাটরিনা কাইফ পোস্টার শেয়ার করে তার নিচে ক্যাপশনে লিখেছেন, “নো লিমিটস, নো ফিয়ার, নো টার্নিং ব্যাক” ( কোন সীমানা নেই, কোন ভয় নেই, কোন ফিরে যাওয়া নেই)। তবে চলচ্চিত্রে সালমান খানকে একবার ন্যাড়া হতেও দেখা যাবে ‘তেরে নাম’ (২০০৩)-এর পর এবারই প্রথম তাকে এই রূপে দেখা যাবে।

চলচ্চিত্রের বাজেট আনুমানিক তিনশ কোটি রুপি, যা এখন পর্যন্ত কোনো চলচ্চিত্রে ইয়াশ রাজের সবচেয়ে বড় বিনিয়োগ। ফলে পূর্বের সব সফলতা ভাঙার সমূহ সম্ভাবনা রয়েছে।

টাইগার ৩
মনীশ শর্মা
প্রকাশিতব্য : ১০ নভেম্বর, ২০২৩।

(Visited 14 times, 1 visits today)

Leave a Comment