বাহিরানা

হাওয়া বইছে তখন



শুভ্র সরকার


বন্ধুরা

পুরনো বন্ধুদের মনে পড়ে

বন্ধুরা স্মৃতি শেষের মোছামুছি

না ইচ্ছে জাগে
ভেবে মরে বড়জোর
বন্ধুরা বাহারি

কত কত দেখা কাতর জড়িয়েছি দাঁড়ায়ে থেকে
কত কত অভিমান

সেইসব অধিকার কবে তাহারা নিয়ে গেছে ধার
বলে গেছে ফিরিয়ে দেবার আশ্বাসে
পরে নিশ্চয়ই দেখা হবে পথে থেমে থেমে আবার

বন্ধুরা সেই থেকে সে-ই যে দহন
আনন্দ হরিহরে

খানিকবাদে দুপুর

পেয়ারা গাছ, রোদের আরাম
এদিকে যা কিছু রোদ আর বিবিধ আশপাশ
যেন জন্মের বিভিন্নতায় মেলে ধরেছে
সতেজ দৃঢ়তম

বউ কথা কও পাখি ডাকে
পাখিটির ছা-পোষা হৃদয়

যেন দিন আধবোঝা চোখের মতন
এখানে আমার চারপাশে যতটুকু আত্মীয়তা
তাতে অমুক-তমুক নাই
ছায়ামলিনের আবেদন আছে

কিছুক্ষণ

গাঁদা ফুলে সে আপন হতে আসে

এই আপন প্রশস্ত রেখে
কী নামে তবে ঝরে পড়ে সে

মানুষের কিরূপ অঙ্গার অন্তরে!

রোদ উনুনের পাশে উৎসব উৎসব
ছায়া কেবল অন্ধকারের গান গায়

আমড়াগাছটার নিচে একটা মা বিড়াল
লোড হয়ে ঝিমায়

নির্ভার ভরদুপুর
এই আড়াল ঝরানো স্বভাবে বলে যায়
আত্মার অর্থহীন বিষয়

স্তব্ধগান

মনের ঘোড়ারা যাচ্ছে দুলে
সাজসজ্জা, মুখসহ ছাই

বাতাসে সবুজ বন গুঞ্জরন

দূরের ভূগোলে বিচ্ছুরিত আলোড়ন
পোড়াপথ খুঁড়ের ছাপ
ধুলোর আলোয় মেশানো ধানগাছ

বুকে চাঁদ গুজে কাতরাই
কয়টা দিনের জীবন পেরোলেই
আমি হব এক ভূমির যাদুকর

তাতে স্তব্ধগান ভেবে কী লাভ?

মেঘ ভাসার দিনে

তাজ্জব এক মেঘের গড়ন যেন, খেলা করছে
আকাশে। যেন বেজার মুখের প্রতিবেশীর মতন

ঘন নিমগ্ন মেঘস্তুপ
দুপুর থেকে জন্মানো

যেন হাওয়ায় ফুলে ওঠা দিনে
পৃথিবীর গোলার্ধ
এক ছায়া ছাওয়া বন
সেখানে এসে আজ
সূর্যাস্তের বিঁধবে না প্রেম

এদিকে আষাঢ়ে বাড়ির চারপাশে গজিয়েছে
কিছু সুগন্ধি লতা গুল্ম
যেখানে লিখে রাখছি আমার একটা
লানতের বিকেল

অশ্রুতস্বর

দৃশ্যত দুপুর উত্তাপ ছড়ায়ে

তবে কোথা থেকে আসে এমন বিছরি বাতাস

সূর্য হে, আকাশের পায়ের কাছে
তুমি একটা কড়া লাল বল
যেখানে কী আশ্চর্য হুতাশন

জাগে মুখ ও মুখোশে অসুর
প্রেমিকার কাজলে ভাসে অশ্রুতস্বর

যাত্রাপথ

উৎসর্গ- শামীম আশরাফকে

শান্ত ঘর, নাচি আমি
ভোর ফর্সা হয়
আর অসুর হতে থাকে স্থির কারাগার

হুদাই দূর স্বপ্ন লুকাই বরং
স্বপ্ন সহজ করে একটু
স্থবির আকাশে তাকানো যায়

ভাবা যায় উঠন্ত কথাশামুক
তাদের অবলুপ্ত পাখিগুলো
অনামী অবিকল
সঙ্গ দিচ্ছে পৃথিবীর অন্য কোথাও
শীতে বশ্যতায়

হাওয়া বইছে তখন
মাঝদুপুর
বৃষ্টিরা ধোঁকা খায়

আমি তখন সহিষ্ণু আত্মার
একজোড়া প্রেমিক প্রেমিকা আঁকি
যারা আমাদের পুরনো প্রেমের মতোন
হাত ধরবে বারকয়েক

এদিকে পুলিশ কন্ট্রোল রুমের পাশে
জলের ফোয়ারা
আলোতে সুন্দর, শব্দের আন্দাজে উছলায় উল্লাস

একটি শিশুর তাকিয়ে থাকার ভেতর দেখছি
নির্নিমেষ, নিশ্চিত কতদূর যাত্রাপথ

(Visited 125 times, 1 visits today)

Leave a Comment