বাহিরানা

১৯৭১ : খেতাবপ্রাপ্ত ত্রিশ বীর বই রিভিউ—সালেক খোকন—সমরে অংশীজনদের বিবরণ


দিপু চন্দ্র দেব

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে এখনও বিভিন্ন ধরণের গবেষণামূলক লেখা চলমান। প্রতিটি ঘটনারই বিভিন্ন অংশ থাকে, সেই অংশগুলো জুড়তে জুড়তে একটি সম্পূর্ণ ইতিহাস হয়। সালেক খোকন মুক্তিযুদ্ধ নিয়ে ইতোমধ্যেই অনেকগুলো বই লিখে ফেলেছেন। বর্তমান বইটি “১৯৭১ : খেতাবপ্রাপ্ত ত্রিশ বীর” তারই অংশ। একাত্তর সালের ত্রিশ জন্য বীর মুক্তিযোদ্ধার জীবনালেখ্য নিয়ে।

তখনকার কয়েকটি বিখ্যাত অপারেশনের পুঙ্খানুপুঙ্খ বিবরণও উঠে এসেছে, যেমন, “অপারেশন জ্যাকপট”, “ক্রাক প্লাটুনের অপারেশন”, “জিয়াউর রহমানের চিঠি ও ফেনী নদী এলাকায় অপারেশন”।

বইয়ে স্থানপ্রাপ্ত ত্রিশজনের মধ্যে রয়েছেন একজন বীরউত্তম, পাঁচজন বীরবিক্রম ও চব্বিশজন বীরপ্রতিক। যুদ্ধকালে তাদের দেখা বিভিন্ন ঘটনাবলি, গুরুত্বপূর্ণ অপারেশন, সেইসময়ের ইতিহাস ও তাদের জীবনের গল্প নিয়ে গড়ে উঠেছে বইটি। সেইসাথে কিছু দুর্লভ আলোকচিত্রও যুক্ত করেছেন লেখক।

তখনকার কয়েকটি বিখ্যাত অপারেশনের পুঙ্খানুপুঙ্খ বিবরণও উঠে এসেছে, যেমন, “অপারেশন জ্যাকপট”, “ক্রাক প্লাটুনের অপারেশন”, “জিয়াউর রহমানের চিঠি ও ফেনী নদী এলাকায় অপারেশন”।

যুদ্ধে অংশ নেওয়া যোদ্ধাদের জবানিতে যুদ্ধের বিবরণ অন্যরকম মাত্রা পাবে এটা বলাই বাহুল্য। বইটি ১৯৭১ সালের ইতিহাসে আগ্রহীজনদের পাঠতৃপ্তি দেবে বলা যায়।

১৯৭১ : খেতাবপ্রাপ্ত ত্রিশ বীর
লেখক : সালেক খোকন
বিষয় : মুক্তিযুদ্ধ, জীবনীগ্রন্থ
প্রকাশকাল : ২০২৪
প্রকাশক : কথাপ্রকাশ
দাম : ৬০০ টাকা।

বইটি কিনতে চাইলে:

১৯৭১ : খেতাবপ্রাপ্ত ত্রিশ বীর – বাহিরানা

(Visited 3 times, 1 visits today)

Leave a Comment