ইমতিয়ার শামীম তাঁর উপন্যাস ডানাকাটা হিমের ভেতর (১৯৯৬) ও গল্পগ্রন্থ শীতঘুমে এক জীবন (১৯৯৬), বই দু’টি দিয়েই বাংলাসাহিত্যে নিজের স্বকীয় অবস্থান চিহ্নিত করেছিলেন। এরপর তার আরও প্রকাশিত সব বইয়ে তিনি শুধুই ভাষায় আর আঙ্গিকে উত্তরণ ঘটিয়েছেন এবং সেইসাথে নতুন ব্যঞ্জনা সৃষ্টি করেছেন। ইমতিয়ার শামীমের খোয়াব রন্ধন সংবাদ উপন্যাসটিতেও সেই ধারাবাহিকতা অব্যাহত আছে। বইটির নামেই প্রতীয়মান হয়, স্বপ্ন এর বড় একটি জায়গা দখল করে আছে। কিন্তু কার স্বপ্ন, কিসের স্বপ্ন? সেই উত্তরগুলোই সন্ধান করা হয়েছে এ বইয়ে। একজন লেখকের সফলতা নির্ধারিত হয় তার শিল্পকুশলতা ও নবতর নির্মাণের ধারাবাহিকতায়। ইমতিয়ার শামীমের সাম্প্রতিক দুইটি বই স্ত্রোত্রপাঠের দিন (উপন্যাসিকা) ও শ্যামলতার মৃত্যুশিথান (গল্প)-তেও সেই নতুন নির্মাণের সাক্ষ্য পেয়েছি আমরা।
কিন্তু আহসান আবার পুরনো দর্শনে, চিন্তায় আক্রান্ত বয়স্কদের দিকেও ঝুঁকে থাকে, তাই তার অতীতও আসলে শুধুই পেছনে পড়ে থাকা, এর কোনো বর্তমান নেই। চান মিয়ার মেয়ে রাবেয়ার প্রেমে যখন সে উন্মত্ত দশায় তখন তার ভেতরের দ্বিধাদ্বন্দ্বের ভীড়ে সেই প্রেমকে তার উপর সমাজের চাপিয়ে দেওয়াই মনে হয় অনেক সময়। কোনো কিছুই তাকে স্থির হতে দেয় না। ফলে প্রেম নিয়েও সে সঠিক অবস্থান নিতে পারে না।
ইমতিয়ার শামীমের খোয়াব রন্ধন সংবাদ-এর কেন্দ্রীয় চরিত্র আহসান নামে এক তরুণ, যাকে দিয়েই গল্প বুনা হয়েছে। যার স্বপ্নগুলোকে নিয়ে লেখক প্রবেশ করেছেন বর্তমান সমাজের গভীরে। যেখানে সবাই সারবস্তুহীন স্বপ্ন দেখায় আক্রান্ত। তবু সে যেন নায়ক হয়েও নায়ক নয়। কেননা সে যে সমাজ থেকে উঠে এসেছে সে তার মতোই ভঙ্গুর, তার স্বপ্নগুলোর সাথে প্রাপ্তি জড়িত নেই সেগুলো শুধুই খোয়াব। শুধু সে নয় তার মতো অনেকেই এ ভিত্তিহীন ভবিষ্যতের একঘেয়েমিভরা তত্ত্বে আক্রান্ত।
যে ভবিষ্যৎ বর্তমান দিয়ে তৈরি করা যায় না, তা তো অলীক। স্বপ্নের জায়গা থেকে সেই ভবিষ্যতটি যোগসূত্রহীনও এই কারণে। তাই অতীতের সাথে বিচ্ছিন্নতা তৈরি করে এই খোয়াবদর্শন।
কিন্তু আহসান আবার পুরনো দর্শনে, চিন্তায় আক্রান্ত বয়স্কদের দিকেও ঝুঁকে থাকে, তাই তার অতীতও আসলে শুধুই পেছনে পড়ে থাকা, এর কোনো বর্তমান নেই। চান মিয়ার মেয়ে রাবেয়ার প্রেমে যখন সে উন্মত্ত দশায় তখন তার ভেতরের দ্বিধাদ্বন্দ্বের ভীড়ে সেই প্রেমকে তার উপর সমাজের চাপিয়ে দেওয়াই মনে হয় অনেক সময়। কোনো কিছুই তাকে স্থির হতে দেয় না। ফলে প্রেম নিয়েও সে সঠিক অবস্থান নিতে পারে না।
আহসান তাই বর্তমান প্রজন্মের এক প্রতিনিধি হয়ে ওঠে এই উপন্যাসে। সে এই সমাজেরও প্রতিনিধি হয়ে ওঠে।
খোয়াব রন্ধন সংবাদ ইমতিয়ার শামীমের লেখকপ্রজ্ঞার এক উজ্জ্বল উদাহরণ হয়ে ওঠেছে। এবং শিল্পমূল্যেও। আমাদের সময়-সমাজ, তারুণ্য-বৃদ্ধত্ব আর সংস্কৃতিহীনতার সংস্কৃতিকে বুঝতে এই অনতিবৃহৎ উপন্যাসটি বিশেষ সাহায্য করবে।
খোয়াব রন্ধন সংবাদ
লেখক : ইমতিয়ার শামীম
প্রকাশক : প্রসিদ্ধ পাবলিশার্স
প্রকাশকাল : ফেব্রুয়ারি, ২০২৩
মুদ্রিত মূল্য : ২৪০ টাকা।
বইটি কিনতে হলে :
খোয়াব রন্ধন সংবাদ (Khuyab Rondhon Shongbad) – বাহিরানা
