বাহিরানা

হলি— স্টিফেন কিং— গোপন কুঠুরির রহস্য


হরর ঘরানার অধিপতি স্টিফেন কিং-এর নতুন রহস্য উপন্যাসে জনপ্রিয় চরিত্র হলি গিবনি এবার কেন্দ্রীয় চরিত্র হিসেবে হাজির হয়েছে। মি. মারসিডিস এ প্রথম আত্মপ্রকাশ ঘটার পর ফাইন্ডার্স কিপার্স (২০১৫), ইন্ড অব ওয়াচ (২০১৬) এবং দ্য আউটসাইডার (২০১৮) এ এই চরিত্রের দেখা পেয়েছি আমরা।

কিং এর বিশেষত্ব হলো তিনি সবসময়েই চেনা জিনিসকে ভিন্নভাবে উপস্থাপন করেন— এই উপন্যাসেও তার ব্যত্যয় ঘটেনি। হলি চরিত্র নিয়ে স্টিফেন কিং বলেছিলেন, “আমি কখনওই হলি গিবনিকে যেতে দিতে পারিনি, সামান্য এক চরিত্র হিসেবেই মি.মারসিডিজে তার ভূমিকা হওয়ার কথা ছিল কিন্তু একভাবে পুরো উপন্যাসটিকেই সে চুরি করে নিয়েছে, সেইসাথে আমার হৃদয়ও হরণ করেছে সে। হলি নিজেই নিজের জন্য যথেষ্ট।”

উপন্যাসের গল্প এরকম, ফাইন্ডার্স কিপার্স এর দায়িত্ব বর্তমানে হলি’র হাতে। সদ্য মাকে হারিয়ে শোক বিহ্বল দিন কাটাবার সময়েই নতুন এক ক্লায়েন্ট পেনি ডাহাল এসে উপস্থিত হয় তার সামনে। উদ্বিগ্নভাবে তার মেয়েকে খুঁজে পাচ্ছে না বলে সে দাবী করে। তাকে ফেরাতে না পেরে হলি তখন মায়ের মৃত্যু শোকের মাঝে বিরতী টানার সিদ্ধান্ত নিয়ে এই নতুন কেইস সমাধান করতে নেমে পড়ে। কেইসটা নিয়ে কিছু গবেষণা তাকে নিশ্চিতাভাবে বাইরে থেকে একদম স্বাভাবিক এবং সুখী এক দম্পতি রডনি এবং এমিলি হ্যারিস-এর কাছে নিয়ে যায়। সম্মানিত অধ্যাপক এই দম্পতিকে বাইরে থেকে যতটা চালাক-চতুর মনে হয় তার থেকে তারা অনেক বেশি চাতুর্যপূর্ণ। তার পাওয়া সূত্রগুলো তাদের বেজমেন্টে তাকে এক রহস্যময় আশ্রয়স্থলের সামনে উপস্থিত করে। কিন্তু শক্ত এক যুদ্ধ ছাড়া সমাজের কাছে নিজেদেরকে ভালোভাবে ঘষামাঝা করে উপস্থাপন করা এই দম্পতি হলিকে কোনোভাবেই বাইরের পৃথিবীব কাছে তাদেরকে উন্মুক্ত করতে দেবে না। এই অসম্ভব যুদ্ধে জয় পেতে হলে হলিকে তার সব জ্ঞান আর শক্তি নিয়োগ করতে হবে।

উপন্যাসটি টানটান উত্তেজনায় ধরে রাখে পাঠকদের। প্রতিমুহূর্তেই নতুন কোনো সূত্র বা ঘটনা নিয়ে আসেন স্টিফেন কিং। ফলে কাহিনি বাঁক নেয় আর উত্তেজনার পারদ বাড়তে থাকে। কিং এর বিশেষত্ব হলো তিনি সবসময়েই চেনা জিনিসকে ভিন্নভাবে উপস্থাপন করেন— এই উপন্যাসেও তার ব্যত্যয় ঘটেনি। হলি চরিত্র নিয়ে স্টিফেন কিং বলেছিলেন, “আমি কখনওই হলি গিবনিকে যেতে দিতে পারিনি, সামান্য এক চরিত্র হিসেবেই মি.মারসিডিজে তার ভূমিকা হওয়ার কথা ছিল কিন্তু একভাবে পুরো উপন্যাসটিকেই সে চুরি করে নিয়েছে, সেইসাথে আমার হৃদয়ও হরণ করেছে সে। হলি নিজেই নিজের জন্য যথেষ্ট।”

এই উপন্যাসেও হলি গিবনি কিং এর কথার সাথে মিল রেখে অসাধারণ দক্ষতা আর দুরদর্শিতার সাথে নিজেকে প্রমাণ করেছে।

হলি
স্টিফেন কিং
প্রকাশক : স্ক্রিবনার
প্রকাশকাল : সেপ্টেম্বর ৫, ২০২৩।

(Visited 11 times, 1 visits today)

Leave a Comment