বাহিরানা

প্রবাহিত জীবনের গল্প বই রিভিউ—রইসউদ্দিন আরিফ—যে আত্মজীবনী বাংলাদেশের কথাও বলে


দিপু চন্দ্র দেব

রইসউদ্দিন আরিফ প্রগতিশীল রাজনীতিতে জড়িয়েছিলেন সেই ষাটের দশকে। এরপর দেশ-জাতির বহু চড়াই, উৎরাইয়ের সাক্ষী যেমন হয়েছেন, তেমনি সেগুলোতে সক্রিয় অংশগ্রহণও ছিল। সিরাজ শিকদার ও পূর্ববাংলা শ্রমিক আন্দোলনের সঙ্গেও যোগাযোগ ছিল। এসব বলার কারণ হলো লেখক ও গবেষক রইসউদ্দিন আরিফের “প্রবাহিত জীবনের গল্প” নামক আত্মজীবনীটি।

ফলে, সততা এই আত্মজীবনীর এক সম্পদ। তার জীবনের গল্পের মাধ্যমে নিবিড়ভাবে লেখক, গবেষক ও বামপন্থী রইসউদ্দিন আরিফের সাথে সাথে বাংলাদেশকেও জেনে নিতে পারবেন পাঠক।

তিনি একটি দেশের জন্ম যেমন দেখেছেন, তেমনি এর সম্ভাবনা ও ক্ষতগুলোও দেখেছেন। তাই তার লেখা গুরুত্বপূর্ণ, কারণ তার জীবনের সাথে ইতিহাস আছে অঙ্গাঙ্গীভাবে।

রইসউদ্দিন আরিফের প্রবাহিত জীবনের গল্প আত্মজীবনীটিতে তিনি সরলতা কিন্তু বস্তুবাদী দ্বান্দ্বিকতার দর্শনকে এড়িয়ে যাননি। এই দুই বিষয়কে ধারণ করে সরল ও প্রাঞ্জলভাবে তুলে এনেছেন তার জটিল জীবনের গল্পটি, যেখানে তিনি কেন্দ্রে থাকলেও ইতিহাসের দ্বন্দ্বের নিরিখেই সবকিছুর বিচার করেছেন। ফলে, সততা এই আত্মজীবনীর এক সম্পদ। তার জীবনের গল্পের মাধ্যমে নিবিড়ভাবে লেখক, গবেষক ও বামপন্থী রইসুউদ্দিন আরিফের সাথে সাথে বাংলাদেশকেও জেনে নিতে পারবেন পাঠক।

প্রবাহিত জীবনের গল্প
লেখক : রইসউদ্দিন আরিফ
বিষয় : জীবনীগ্রন্থ
প্রকাশকাল : ২০২৪
প্রকাশক : পাঠক সমাবেশ
দাম : ৬৫০ টাকা ২০% ছাড়ে বাহিরানায় ৫২০ টাকা।

বইটি কিনতে হলে:

প্রবাহিত জীবনের গল্প (Probahito Jiboner Golpo) – বাহিরানা


Leave a Comment