মুক্তিযুদ্ধের সময় পত্রিকার ভূমিকা অস্বীকার করার উপায় নেই। তা যেখান থেকেই প্রকাশিত হোক না কেন তার একটা প্রভাব পড়েছে যুদ্ধকালীন সময়ে। তেমনই একটি পত্রিকা সাপ্তাহিক অগ্রদূত রংপুরের মুক্তাঞ্চল রৌমারি থেকে প্রকাশিত হতো। পত্রিকাটির বিশেষত্ব ছিল এটি ছিল হাতে লেখা ও বিশেষ এর অনুন্ধানী সংবাদ। ড. সুনীল কান্তি দের সম্পাদনায় রৌমারি মুক্তাঞ্চলের মুক্তিযুদ্ধের পত্রিকা সাপ্তাহিক অগ্রদূত প্রকাশিত হয়েছে বই আকারে।
এখানে আরেকটি বিষয় বলা যায়, স্কুল কলেজগুলোও যে যুদ্ধের সক্রিয় প্রভাববিস্তারী শক্তি ছিল তার প্রমাণ, পত্রিকাটির মুদ্রক, প্রকাশক, সম্পাদক, সহ সম্পাদক—সবাই সি. জি জামান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ১৫ টি সংখ্যা প্রকাশিত হয়েছিল “অগ্রদূত”-এর। সংবাদের বাইরে কবিতাও প্রকাশিত হয়েছে পত্রিকাটিতে।
৩১ আগস্ট ১৯৭১-এর মঙ্গলবারে প্রকাশিত হয়েছিল প্রথম সংখ্যা। মঙ্গলবারে প্রকাশিত হলেও পরের সংখ্যাগুলো বের হয়েছে প্রতি বুধবারে। এর সম্পাদক ছিলেন আজিজুল হক। তিনি ছিলেন স্থানীয় এক উচ্চবিদ্যালের শিক্ষক। পৃষ্ঠপোষক ছিলেন উত্তরপূর্ব সেক্টরের মুক্তিফৌজ অধিনায়ক জে. রহমান। এখানে আরেকটি বিষয় বলা যায়, স্কুল কলেজগুলোও যে যুদ্ধের সক্রিয় প্রভাববিস্তারী শক্তি ছিল তার প্রমাণ, পত্রিকাটির মুদ্রক, প্রকাশক, সম্পাদক, সহ সম্পাদক—সবাই সি. জি জামান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ১৫ টি সংখ্যা প্রকাশিত হয়েছিল “অগ্রদূত”-এর। সংবাদের বাইরে কবিতাও প্রকাশিত হয়েছে পত্রিকাটিতে। সাপ্তাহিক অগ্রদূত-এর সঙ্গে ভারতের আসামের করিমগঞ্জ থেকে প্রকাশিত হতো আরেকটি প্রত্রিকা সাপ্তাহিক মুক্ত বাংলা নামে। মুক্তিযুদ্ধে সেই পত্রিকাটির অবদানও কোনো অংশে কম নয়।
ড. সুনীল কান্তি দে দীর্ঘদিনের প্রচেষ্টায় এই অসামান্য প্রকাশনাটি সংগ্রহ ও সম্পাদনা করেছেন। একটি সম্মৃদ্ধ ভূমিকাও লিখেছেন তিনি, যা পত্রিকাটির ইতিহাস ও পটূভূমি বুঝতে দারুণ সহায়ক। সবগুলো সংখ্যাই সংকলিত হয়েছে বইটিতে। তার কাজ খুবই গুরুত্বপূর্ণ, পত্রিকাটির ঐতিহাসিক পরিস্থিতি বিবেচনা করলে। ইতিহাস সংগ্রহ ও সংরক্ষণের বিকল্প নেই। আর তখনকার সময়ে আন্তর্জাতিক পত্রিকার সাথে তুলনা করলে রৌমারি মুক্তাঞ্চলের মুক্তিযুদ্ধের পত্রিকা সাপ্তাহিক অগ্রদূত’কে ক্ষদ্র মনে হতে পারে, কিন্তু এর স্থানীয়, দেশীয় উদ্দীপনা যোগানোর কথা চিন্তা করলে বিশালই মনে হয়।
সাপ্তাহিক অগ্রদূত
সংগ্রহ ও সম্পাদনা: ড. সুনীল কান্তি দে
বিষয়: মুক্তিযুদ্ধ, ইতিহাস
প্রকাশকাল: ২০২৪
প্রকাশক: পাঠক সমাবেশ
দাম: ১৪৯৫ টাকা।
বইটি কিনতে চাইলে:
