দিপু চন্দ্র দেব
কোনো জাতির ইতিহাস গবেষণা সুক্ষ্ণতার দাবী রাখে, কারণ এখানে গবেষকের উপর ক্ষুদ্রাতিক্ষুদ্র তথ্য যাচাইয়ের ভার পড়ে। ড. মোহাম্মদ হাননান সেই ভার ভালোভাবেই বহন করেছেন। তার ইতিহাস গবেষণা বই “বাঙালি মুসলমানের প্রত্যুষকাল” বইটিতে বাংলায় ইসলাম প্রচারের ইতিহাস বর্ণিত হয়েছে।
বইটির আরেকটি বিশেষত্ব হলো, এখানে ইসলাম প্রচারের শুরুর সময়টিকে দৃষ্টিবদ্ধ করেছেন মোহাম্মদ হাননান।
ইসলামপূর্ব সময়ে এ অঞ্চলে রাষ্ট্রের গঠন কেমন ছিল, কীভাবে রাষ্ট্র গঠিত হয়েছিল। কারা এখানকার অধিবাসী ছিল। যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের পূর্বপুরুষ কারা ছিল ও তাদের পেশা কী ছিল তাও তিনি গবেষণায় তুলে এনেছেন। যা বইটির গুরুত্ব বৃদ্ধি করেছে। বইটির আরেকটি বিশেষত্ব হলো, এখানে ইসলাম প্রচারের শুরুর সময়টিকে দৃষ্টিবদ্ধ করেছেন মোহাম্মদ হাননান। নবী মোহাম্মদ (সা.)-এর সময় থেকেই প্রাচীন ভারত ও বাংলায় ইসলাম প্রচারের জামাত পৌঁছে গিয়েছিল, ফলে ইসলাম প্রচারের শুরুর সময় থেকেই বাংলা ইসলামের সঙ্গে যুক্ত।
বইটি বাংলায় ইসলামের শুরুর সময়টি জানার জন্য গুরুত্বপূর্ণ। আগ্রহীদের ইতিহাস তৃষ্ণা নিবারণ করবে বইটি, এটা বলা যায়।
বাঙালি মুসলমানের প্রত্যুষকাল
লেখক : ড. মোহাম্মদ হাননান
বিষয় : গবেষণা, ইতিহাস, ধর্ম
প্রকাশকাল : ২০২৪
প্রকাশক : কথাপ্রকাশ
দাম : ৫০০ টাকা।
বইটি কিনতে চাইলে:
বাঙালি মুসলমানের প্রত্যুষকাল – বাহিরানা