বাহিরানা

কুইন অফ দ্য রিং (২০২৪) চলচ্চিত্র রিভিউ—মূলধারার আবেদনে উপভোগ্য আর গতিময় সিনেমা


মামুনুর রশিদ তানিম


হট, ফায়ারি বায়োপিক! বিশ্বের প্রথম প্রফেশনাল নারী রেসলার মিলড্রেড বার্ককে নিয়ে! মিলড্রেড যখন এই রেসলিং রিংয়ে পা দেয়, তখন নারীদের জন্য এই খেলা নিষিদ্ধ। সিঙ্গেল মাদার মিলড্রেড, সমাজ এবং এই খেলার প্রত্যেকটি নিয়ম ভেঙে দেয়৷ সংগ্রামী, বর্ণাঢ্য, অনুপ্রেরণাদায়ক জীবন তার। প্রতিটি নারীর জন্যই, মিলড্রেড বার্কের জার্নি ভীষণ অনুপ্রেরণার। এবং এই সিনেমা তার বিস্তৃত জীবনের প্রতিটি প্রেক্ষাপটকেই ধরেছে চৌকষতার সাথে।

বায়োগ্রাফির প্রচলিত ফর্মুলা তো আছেই, কিন্তু সেটাকে সাবভার্ট ভালোভাবেই করা হয়েছে চতুর লেখনী আর ফিল্মমেকিংয়ের গুণে। ক্লিশেগুলো, ওমন টানটান নির্দেশনা আর মিলড্রেড চরিত্রে এমিলি বেট রিকার্ডসের আগুনঝরা অভিনয়ে, বিরক্ত করার সুযোগ পায়নি। এমিলি বেট রিকার্ডসের ক্যারিয়ার ডিফাইনিং সিনেমা আর চরিত্র এটাকেই বলব। একইসাথে আবেদনময়ী আর শক্তিশালী অভিনয় তার।

ভিনিয়েট আকারে, অথচ মনেই হয়নি ওতে ড্রামার অভাব আছে, চিত্রনাট্য লেখনীর গুণে। অবশ্যই নারীদের রেসলিংয়ে দর্শককে আকৃষ্ট করতে যৌন আকর্ষণকে বিক্রি করা হতো। ওতে সমাজের দৃষ্টিভঙ্গীর প্রতি বিদ্রুপটাই প্রবল। এবং মূলে যে নারীর সক্ষমতা, তার স্বাধীনতা, ওই সময়টায় পুরুষের ঘেরাটোপ থেকে বের হবারমূলধারার আবেদনে উপভোগ্য আর গতিময় সিনেমা সেটাকে এক মুহূর্তের জন্য ভুলতে দেয় না মিলড্রেড চরিত্রটি৷ বক্তব্য আছে, কিন্তু উচ্চকিত নয়। সবকিছুকে মসৃণভাবে লেয়ার করে, তুমুল গতিময়তার সাথে এগিয়ে নিয়েছে চিত্রনাট্যকার ও পরিচালক অ্যাশ অ্যাভিল্ডসেন।

বায়োগ্রাফির প্রচলিত ফর্মুলা তো আছেই, কিন্তু সেটাকে সাবভার্ট ভালোভাবেই করা হয়েছে চতুর লেখনী আর ফিল্মমেকিংয়ের গুণে। ক্লিশেগুলো, ওমন টানটান নির্দেশনা আর মিলড্রেড চরিত্রে এমিলি বেট রিকার্ডসের আগুনঝরা অভিনয়ে, বিরক্ত করার সুযোগ পায়নি। এমিলি বেট রিকার্ডসের ক্যারিয়ার ডিফাইনিং সিনেমা আর চরিত্র এটাকেই বলব। একইসাথে আবেদনময়ী আর শক্তিশালী অভিনয় তার।

পার্শ্ব চরিত্রগুলোকেও বেশ গুরুত্ব দিয়ে লেখা ও রূপায়ন করা হয়েছে। ক্লিন্ট ইস্টউডের মেয়ে ফ্রান্সেসকা ইস্টউড অনেকখানি নীরব থেকেই কমনীয়তা দিয়ে সিনে রেশ রেখে যেতে পারে। প্রফেশনাল রেসলার কাইলি ফারমারও একটি চরিত্রে আছে। মূল ন্যারেটিভকে ড্রামাটিক এবং আবেগে অনুনাদ জাগানোর মতো নুয়্যান্সে রেখেই মূলধারার আবেদনে উপভোগ্য আর গতিময় সিনেমা হয়েছে ‘কুইন অফ দ্য রিং’। অবশ্যই দেখা উচিত এই সিনেমা।

কুইন অফ দ্য রিং
পরিচালক: অ্যাশ অ্যাভিল্ডসেন
প্রকাশকাল: ২০২৪

(Visited 3 times, 1 visits today)

Leave a Comment