ড. মাহবুব হাসান তার লেখায় ইতিহাস-ঐতিহ্য বিবেচনায় বিশ্লেষণ করেন কবি ও লেখকদের সাহিত্যকর্মকে। একটি নতুন অর্থবোধকতার দিকে এগিয়ে যেতে চান। যা তার লেখাকে অন্য মাত্রা দেয়। তার শামসুর রাহমান: উত্তর উপনিবেশিক কবি এবং মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের কবিতা বইগুলোতে সেই নজির আমরা দেখেছি। ড. মাহবুব হাসানের গদ্যের ম্যাজিক বইটিতেও তারই ধারাবাহিকতা বজায় আছে। এই বইয়ে তিনি বাংলা ভাষার কয়েকজন বিশিষ্ট কবি ও লেখকদের রচনাশৈলি বিশ্লেষণ করেছেন।
একটি সুন্দর ভূমিকাসহ বইটিতে কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, শামসুর রাহমান, আল মাহমুদ, আখতারুজ্জামান ইলিয়াস, শিকদার আমিনুল হক, কায়েস আহমেদ, আবিদ আজাদ, শহিদুল জহির, সাবদার সিদ্দিকী—বাংলা ভাষার গুরুত্বপূর্ণ এই সাহিত্যিকদের লেখার রূপ-বৈচিত্রকে তুলে ধরেছেন তিনি। যেমন, আখতারুজ্জামান ইলিয়াসের গল্পে ঘুরে-ফিরে “বুলেট” শব্দটি কেন আসত, তার ব্যাখ্যা পাই “আখতারুজ্জামান ইলিয়াসের গল্পে বুলেট প্রতীক” প্রবন্ধে। তেমনি শামসুর রাহমানের কবিতাকে নাগরিক কবিতার অভিধায় নির্দিষ্ট করে রাখার কারণে তার কবিতায়ও যে আবহমান বাংলার রূপ-বৈচিত্র বর্তমান সে বিষয়টিকে উপেক্ষা করা হয়, এই লোকজ উপাদান নিয়ে প্রবন্ধ, “শামসুর রাহমান কবিতায় লোকজ উপাদানের ব্যবহার”। এছাড়াও বাংলা সাহিত্যে ক্রমশই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে থাকা প্রয়াত কবি সাবদার সিদ্দিকীকে নিয়ে প্রবন্ধ “সাবদার সিদ্দিকী: প্রাগ্রসর চিন্তক কবি”। জীবনানন্দ দাশের কবিতায় বহুব্যবহৃত প্রতীক “অন্ধকার”, এ নিয়ে একটি লেখার নাম, “জীবনানন্দের অন্ধকার: অন্ধকারের আলো”। এছাড়াও বুদ্ধদেব বসুর দ্রোহী মনোভাব ও দ্রষ্টা প্রকৃতি নিয়ে প্রবন্ধ “দ্রোহী-দ্রষ্টা বুদ্ধদেব বসু” ও কাজী নজরুল ইসলামের “বিদ্রোহী” কবিতা নিয়েও প্রবন্ধ রয়েছে।
মাহবুব হাসানের গদ্যের ম্যাজিক বইটির একটি বিশেষ প্রবন্ধ হলো “গদ্যের সৌন্দর্য”। এই প্রবন্ধে তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে ইঙ্গিত দিয়েছেন, তা হলো বাংলা গদ্যের সৌন্দর্য, কবিতার মতো গদ্যের মধ্যেও যে শিল্প আছে সে বিষয়টিকে ইউরোপিয় ও সংস্কৃত পণ্ডিতদের যৌথ উদ্যোগে নির্মিত বাংলা গদ্যে শুরু থেকেই স্বীকার করা হয়নি। তবে সময় পেরিয়েছে, এখন এর বদল ঘটা প্রয়োজন, গদ্যও যে শিল্প এবং তারও গঠনসৌন্দর্য রয়েছে সে বিষয়ে আলোকপাত পাই আমরা প্রবন্ধটিতে। অবশ্য প্রমথ চৌধুরী বহু কাল আগেই গদ্যের গঠন ও শিল্প নিয়ে আলোকপাত ও প্রচার চালিয়েছেন। কিন্তু বদল বেশি কী ঘটেছে? আর বর্তমানে এই অচলাবস্থা ভাঙতে কী কী কাজ হচ্ছে সেসব নিয়েও আলোচনা করেছেন ড. মাহবুব হাসান।
বইটি বাংলাসাহিত্যের পাঠকদের ভালো লাগবে।
গদ্যের ম্যাজিক
লেখক : ড. মাহবুব হাসান
বিষয় : প্রবন্ধ
প্রকাশকাল : ২০২৫
প্রকাশক : বাংলাপ্রকাশ
দাম : ৫৪৭ টাকা।
