মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য বিষয়ে পাকিস্তানিরা কী ভাবে, সেখানে কী সত্য লুকিয়ে আছে? তারা কী ১৯৭১ সালের গণহত্যাকে আদতেই বিশ্বাস করে? তাদের দেশের সরকারি কর্মকর্তাদের মনোভাব কী? রাজনৈতিক নেতৃবৃন্দের মনোভাব কী? এসবেরই উত্তর আছে ফুয়াদ চৌধুরীর পাকিস্তানিদের চোখে বাংলাদেশের গণহত্যা বইটিতে।
বইটিকে তৈরি করার জন্য তিনি দেশে-বিদেশে ঘুরেছেন, সংগ্রহ করেছেন মুক্তিযুদ্ধের সময়ের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দলিল, কাগজপত্র। তিনি ভাষা প্রশ্লে, মুক্তিযুদ্ধ প্রশ্নে পাকিস্তানের বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্বের মনোভাব নিয়েও গভীর বিশ্লেষণ করেছেন।
আইয়ুব খান থেকে পাকিস্তানের প্রাক্তন সচিব রওশন জামির, সাবেক প্রধানমন্ত্রী পারভেজ মোশাররফ, পাকিস্তানি কানাডিয়ান লেখক তারেক ফাতাহসহ অনেককেই তিনি স্থান দিয়েছেন।
বইয়ের ভূমিকা থেকে আমরা জানতে পারি, ফুয়াদ চৌধুরীর দীর্ঘ চার বছর ধরে গবেষণার ফল এই বই, তবে গবেষণা শুরু হয়েছিল অনেক বছর আগে। বইটিতে তিনি রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে সচিব, সবারই নিজস্ব বয়ান সংগ্রহ করেছেন। নিয়েছেন সাক্ষাৎকার। আইয়ুব খান থেকে পাকিস্তানের প্রাক্তন সচিব রওশন জামির, সাবেক প্রধানমন্ত্রী পারভেজ মোশাররফ, পাকিস্তানি কানাডিয়ান লেখক তারেক ফাতাহসহ অনেককেই তিনি স্থান দিয়েছেন। এই বইটির সঙ্গেই আরেকটি গুরুত্বপূর্ণ বইয়ের প্রসঙ্গ চলে আসে, পাকিস্তানের সিভিল এডমিনিস্ট্রেশনের প্রধান রাও ফরমান আলি খানের মুক্তিযুদ্ধ ও বুদ্ধিজীবীহত্যার সময়কাল নিয়ে আত্মস্মৃতি বাংলাদেশের জন্ম বইটির কথা। সেই বইটিতে গণহত্যা ও মুক্তিযুদ্ধ নিয়ে রাও ফরমান আলি খানের মনোভাব জানার পাশাপাশি অনেক অজানা বিষয়ও জানা হয়ে যায়।
মূল কথা হলো, মুক্তিযুদ্ধ নিয়ে পাকিস্তানিদের চিন্তা-ভাবনাও মুক্তিযুদ্ধের স্বয়ংসম্পূর্ণ ইতিহাস রচনার জন্য জরুরি। ফুয়াদ চৌধুরীর পাকিস্তানিদের চোখে বাংলাদেশের গণহত্যা সেই কাজে সাহায্য করবে।
পাকিস্তানিদের চোখে বাংলাদেশের গণহত্যা
লেখক : ফুয়াদ চৌধুরী
বিষয় : ইতিহাস, গবেষণা
প্রকাশকাল : ২০২৪
প্রকাশক : মাওলা ব্রাদার্স
দাম : ২৫০ টাকা।
