আমাদের সমাজ ও রাষ্ট্র মেধার ভিত্তিতে নয় বরং পরিবারতন্ত্রের ভিত্তিতে পরিচালিত হয়। ৪৭-পূর্ব সময়ে এবং এর পরেও পরিস্থিতি এরকম ছিল না, ৭১-এর পর ক্রমেই মেধা থেকে সমাজ, রাজনীতি সরে এসে সেখানে পূর্বপুরুষের সঞ্চিত অর্থ ও সম্মানকে পুঁজি করে একটি শ্রেণী তৈরি হয়েছে যারা রাজনীতিকে নিজেদের ঘরের বিষয় হিসেবেই দেখতে অভ্যস্থ হয়ে পড়েছে। ফলে আমরা প্রতিনিয়ত পিছিয়ে পড়ছি। এর থেকে উত্তরণ প্রয়োজন, মাসুদ আলমের মেধাতন্ত্র: দর্শন, সমাজ ও রাজনীতি প্রবন্ধের বইটি আমাদের সমাজের মেধা থেকে সরে আসা ও এর কারণ ও ইতিহাস ও উদ্ধারের পথ আলোচনা নিয়ে। বইটিতে বিশ্লেষণাত্মক পদ্ধতির ব্যবহারে লেখক অনেক গভীর অবধি তাকিয়েছেন।
কিন্তু বহুদলীয় গণতন্ত্রে মেধার কী ভূমিকা? সেখানেও যেহেতু পরিবারতন্ত্র থাকতে পারে। এ বিষয়েও বেশ গুরুত্বসহকারে আলোচনা করেছেন লেখক “বহুদলীয় গণতন্ত্রে মেধাতন্ত্রের ব্যবহার ও বাংলাদেশে মেধাতান্ত্রিক রাজনৈতিক সংস্কার” অধ্যায়ে।
বইয়ের নাম প্রবন্ধে বাংলাদেশ ও বৈশ্বিক পরিসরে মেধাভিত্তিক রাষ্ট্র ও সমাজের একটি কালক্রমিক অবস্থার কথা জানিয়েছেন লেখক। ল্যাটিন শব্দ মেধার সাথে গণতন্ত্রের একটি যোগ ও বর্তমানে এর ওপর জোর দেওয়ায় পৃথিবীর বিভিন্ন দেশে যে নারী সরকার প্রধান হচ্ছেন তার কথা আছে এখানে। বৈষম্য দূর করে ন্যায্যতা প্রতিষ্ঠায়ও মেধার বিকল্প নেই। অন্যদিকে মেধা আশাও জাগায় সাধারণ জনগণের মনে, যে চেষ্টা করলে একদিন তারাও সফলতার দেখা পাবে।
“পূর্ব এশিয়ায় মেধাতন্ত্র” নামক অধ্যায়ে তিনি আলোচনা করেছেন সেখানে মেধার ভূমিকা নিয়ে আবার রাজনীতে সেখানকার অভিজ্ঞতাকে প্রয়োগ বিষয়েও আলোচনা আছে প্রবন্ধটিতে।
বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্রহীন একটি অবস্থায় ছিল অনেকদিন, বহুদলের ভিত্তিতে যে গণতন্ত্র সেটাই প্রকৃত গণতন্ত্র সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ প্রতিটি শ্রেণী তখন তাদের স্বার্থ নিয়ে আলোচনা মতবিরোধ ও তার প্রতিকার করতে পারে, না হলে একটি শ্রেণীর আধিপত্য বিরাজ করে। কিন্তু বহুদলীয় গণতন্ত্রে মেধার কী ভূমিকা? সেখানেও যেহেতু পরিবারতন্ত্র থাকতে পারে। এ বিষয়েও বেশ গুরুত্বপূ্র্ণ আলোচনা রয়েছে মাসুদ আলমের মেধাতন্ত্র বইটির “বহুদলীয় গণতন্ত্রে মেধাতন্ত্রের ব্যবহার ও বাংলাদেশে মেধাতান্ত্রিক রাজনৈতিক সংস্কার” অধ্যায়ে।
মাসুদ আলমের মেধাতন্ত্র দর্শন সমাজ ও রাজনীতি বইয়ের শেষে একটি তথ্যপঞ্জি ও শুরুতে একটি সম্মৃদ্ধ ভূমিকা বইটির গুরুত্ব বৃদ্ধি করেছে। যারা রাজনীতির গতিবিধি অনুধাবন করতে চান, বর্তমান অবস্থা জানতে চান তাদের জন্য অবশ্যপাঠ্য একটি বই “মেধাতন্ত্র: দর্শন, সমাজ ও রাজনীতি”।
মেধাতন্ত্র: দর্শন, সমাজ ও রাজনীতি
লেখক : মাসুদ আলম
বিষয় : প্রবন্ধ, রাজনীতি
প্রকাশকাল : ২০২৪
প্রকাশক : কথাপ্রকাশ
দাম : ৬০০ টাকা।
