সাদাত হোসাইনের কথাসাহিত্যে সাধারণত উপন্যাস লেখাতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। এরকমটাই আমরা দেখেছি। তবে তিনি গল্পও লেখেন, সেগুলো ছোটগল্পের শিল্পমান কতটুকু অর্জন করলো সে বিবেচনায় না গিয়েও জনপ্রিয় সাহিত্যের পাঠকদের কথা বিবেচনা করলে গল্পগুলো এই শ্রেনীটিকে আকর্ষিত করবে বলা যায়। তার সে এসে বসুক পাশে দারুণ পাঠকপ্রিয়তা অর্জন করেছিল। বর্তমান আলোচ্য সাদাত হোসাইনের বিলবোর্ড বইটিও জনপ্রিয় ধারার গল্পের বই, কেননা ছোটগল্প জনপ্রিয় ধারার হয় না, গল্পের হয়। ফলে বইটিকে জনপ্রিয় ধারার গল্পের বই বলাই শ্রেয়।
“বোধ” নামক গল্পটি গ্রামের দুইটি পরিবারের সুখ-দুঃখ নিয়ে। গল্পের কথকের কাছ থেকে আমরা তার চাচাত ভাই শফিক, আর তার ছেলে বোধন-এর কথা শুনতে পাই। এই প্রসঙ্গে আসে তার শফিক ভাইয়ের স্ত্রী, বাড়ির গরু “কালো”-এর কথাও। সুখ ও বেদনার যৌথ মিশ্রণ রয়েছে গল্পটিতে। প্রতিটি গল্পেই এই বিষয়টির দেখা মেলে।
বইটিতে গল্প আছে গল্প আছে ১৩ টি। গল্পগুলো হলো, “লেবুগাছ” “বিলবোর্ড” “সরীসৃপ” “সাইকেল” “গৃহী” “জনক” “বোধ” “সোবহান সাহেব মারা গেছেন” “ছায়াশরীরী” “যাও পাখি” “মধু পাগলা” “পাউডার” “খেলা”। বইটিকে কোনো নির্দিষ্ট ভাব ধারায় আটকানো যায় না, বিচিত্র ধরণের বিষয়বস্তু নিয়ে লেখা।
যেমন “বোধ” নামক গল্পটি গ্রামের দুইটি পরিবারের সুখ-দুঃখ নিয়ে। গল্পের কথকের কাছ থেকে আমরা তার চাচাত ভাই শফিক, আর তার ছেলে বোধন-এর কথা শুনতে পাই। এই প্রসঙ্গে আসে তার শফিক ভাইয়ের স্ত্রী, বাড়ির গরু “কালো”-এর কথাও। সুখ ও বেদনার যৌথ মিশ্রণ রয়েছে গল্পটিতে। প্রতিটি গল্পেই এই বিষয়টির দেখা মেলে।
“সোবহান সাহেব মারা গেছেন” গল্পটি আবার ভিন্ন ধরণের এখানে নাগরিক বিচ্ছিন্নতার দেখা মেলে প্রবলভাবে, সোবহান সাহেবের মৃত্যু পরবর্তী ঘটনাবলী এর মূল কেন্দ্রীয় বিষয়। অন্যদিকে বইয়ের নামগল্প “বিলবোর্ড” একটি নিখাদ প্রেমের গল্প।
বইটি সাধারণ পাঠকদের পাঠে আনন্দ দেবে।
বিলবোর্ড
লেখক: সাদাত হোসাইন
বিষয়: গল্প
প্রকাশকাল: ২০২৫
প্রকাশক: অন্যধারা
মূল্য: ৩০০ টাকা।
বিলবোর্ড গল্পের বইটি কিনতে চাইলে
