দিপু চন্দ্র দেব
কথাসাহিত্যিক ওয়াসি আহমেদের “টিকিটাকা” বইটি তার বই, পাঠ অভিজ্ঞতা ও লেখকদের নিয়ে। বিভিন্ন বইয়ের সাথে তার যাপন এমনকি সেগুলোর চরিত্রদের তিনি কীভাবে দেখেছেন তারও হদিস মেলে এই বইয়ে।
আর লেখাগুলোর চোরাগোপ্তা পথে লেখকের ভাবনা জগৎ-ও উন্মোচিত হয় আমাদের সামনে
বইটির শৈলির সাথে সৈয়দ মুজতবা আলীর “পঞ্চতন্ত্র”-এর মিল পাওয়া যায়। আর সেই কারণেই উপভোগ্য। পুরনো বই ও বইচুরি নিয়ে লেখা থেকে রবীন্দ্রনাথ, ওরহান পামুকসহ অনেক কিছুই অনেক লেখকই এসেছেন। অনেকটা আত্মজৈবনিক, স্মৃতিবাহিত লেখা। একটি লেখা পাঠ করার পর তার অনুভূতি, তিনি কী পেলেন—সেসব লিপিবদ্ধ করেছেন তিনি।
আবার মূল্যায়নও আছে, যেমন “উত্তরাধিকার-এর শহীদ কাদরী” হুমায়ুন আজাদের বই “ফুলের গন্ধে ঘুম আসে না”। অন্যদিকে “সাহিত্য পুরস্কার” “বইমেলা” নিয়েও লেখা রয়েছে। তার ব্যক্তিগত অভিজ্ঞতাই বইটির মূল রসদ, এই কারণেই বইয়ের বিষয়বস্তুর বৈচিত্র। আর আবেদনও সেখানেই। যদি বাড়তি হিসেবে পাঠক ওয়াসি আহমেদের গদ্যের স্বাদ পেতে আগ্রহী হন, তাহতে সেই প্রাপ্তিও ভালোভাবেই ঘটার সম্ভাবনা আছে। আর লেখাগুলোর চোরাগোপ্তা পথে লেখকের ভাবনা জগৎ-ও উন্মোচিত হয় আমাদের সামনে, এও এক প্রাপ্তি বলা যায়।
টিকিটাকা
লেখক: ওয়াসি আহমেদ
বিষয়: প্রবন্ধ
প্রকাশকাল: ২০২৫
প্রকাশক: কথাপ্রকাশ
দাম: ৪০০ টাকা।
বইটি কিনতে চাইলে:
টিকিটাকা (Tikitaka) – বাহিরানা