দিপু চন্দ্র দেব
ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা গদ্য নির্মাণের আগে কেমন ছিল বাংলা গদ্য? বা এরপর যে ভাষা এলো সেটি আধুনিক রূপ নিতে কত পথ পেরোতে হয়েছে? কোন কোন সাহিত্যিকদেরই বা অবদান আছে সেখানে? এসব প্রশ্নের উত্তরই খোঁজা হয়েছে ফয়জুল ইসলামের “আধুনিক বাংলা গদ্যভাষার সন্ধানে” বইটিতে।
ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা গদ্য নির্মাণে যে পণ্ডিতদের নিয়োজিত করেছিল, তারা বাংলাকে অত্যধিক সংস্কৃতনির্ভর করে তুলেছিলেন। রামরাম বসু ও মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারও ছিলেন তাদের মধ্যে। প্রকৃত বাংলা বা প্রাকৃত বাংলা কতখানি উঠে এসেছে সেখানে সেটি প্রশ্ন সাপেক্ষ।
বইয়ের সূচনাগদ্যে আমরা পাই “রামরাম বসু: হাঁটতে শেখার সময়” “উইলিয়াম কেরি: সরল গদ্যভাষার সূচনা” আরও এসেছে “ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর: বাংলা গদ্যভাষার মুক্তি” “বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়: আরও ঋজু, আরও সহজ” “রবীন্দ্রনাথ ঠাকুর: বাংলা গদ্যভাষার হাজার দুয়ারী”
ফয়জুল ইসলামের উল্লেখে, উইলিয়াম কেরি’র কথোপকথন নামে গ্রন্থটি তখনকার সময়ের লোকমুখের ভাষায় লেখা। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আবার তার অনুবাদেই কিন্তু লাল মলাটের বাইবেল প্রকাশিত হয়েছিল, যা এখনও পড়েন পাঠকেরা। ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা গদ্য নির্মাণে যে পণ্ডিতদের নিয়োজিত করেছিল, তারা বাংলাকে অত্যধিক সংস্কৃতনির্ভর করে তুলেছিলেন। রামরাম বসু ও মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারও ছিলেন তাদের মধ্যে। প্রকৃত বাংলা বা প্রাকৃত বাংলা কতখানি উঠে এসেছে সেখানে সেটি প্রশ্ন সাপেক্ষ। আর ইংরেজদের আগে পর্তুগিজরা একটি বাংলা অভিধান রচনা করেছিল, সেটি বিভিন্ন দিক দিয়েই বাংলা ভাষাকে ভালোভাবে তুলে ধরে।
এরপরেও ভাষাটিকে সাহিত্যের মাধ্যমে দাঁড় করাতে কারা কারা ভূমিকা রেখেছিলেন সেসব আমাদের জানা থাকলেও, ফয়জুল ইসলামের আধুনিক বাংলা গদ্যভাষার সন্ধানে বইটিতে তিনি তার নিজস্ব গবেষণার ভিত্তিতে বিশদভাবে তা আমাদের জানাতে চেষ্টা করেছেন। বাংলা গদ্য নিয়ে আগ্রহীদের ভালো লাগবে বইটি।
আধুনিক বাংলা গদ্যভাষার সন্ধানে
লেখক: ফয়জুল ইসলাম
বিষয়: প্রবন্ধ, গবেষণা
প্রকাশকাল: ২০২৫
প্রকাশক: কথাপ্রকাশ
দাম: ৭০০ টাকা।