বাহিরানা

মেরি কুরি বই রিভিউ—বিধান চন্দ্র দাস—এক মহৎ বিজ্ঞানীর জীবনী


দিপু চন্দ্র দেব

যেসব মহৎ মানুষ পৃথিবীতে আসায় পৃথিবী ধন্য হয়েছে পদার্থ বিজ্ঞানী মেরি কুরি তাদের একজন। ফিজিক্স ও ক্যামিস্ট্রিতে দুইবার নোবলেপ্রাপ্ত এই নারী তেজষ্ক্রিয়ার আবিষ্কার করে সেই তেজষ্ক্রিয়াতেই মৃত্যুবরণ করেছিলেন। তার ব্যবহৃত জিনিপত্র মিউজিয়ামে সংরক্ষিত আছে এবং এখনও সেগুলোতে তেজষ্ক্রিয়া বিদ্যমান রয়েছে। এই আশ্চর্য আবিষ্কারকের জীবনীগ্রন্থ বিধান চন্দ্র দাসের “মেরি কুরি” বইটি।

বইটিতে মেরি কুরির জন্ম থেকে চিরনিদ্রা পর্যন্ত উল্লেখযোগ্য প্রায় সবকিছুই অন্তর্ভুক্ত করেছেন লেখক। এর মধ্যে তার স্বামী পিয়েরে কুরির সাথে তার প্রথম সাক্ষাৎ ও পরিণয়ের বিষয়টিও এসেছে। যারা ১৯০৩ সালে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি একসময় গৃহশিক্ষকতাও করেছেন, সেটি আমাদের জানাতে জানাতেই লেখক আমাদেরকে তার প্যারিস যাত্রার কথাও শোনান।

এই বিজ্ঞানী জীবনের বেশিরভাগ সময় গবেষণা ও শিক্ষকতা করে কাটিয়েছেন। তবে পোল্যান্ডের এই বিজ্ঞানীর জীবনের অনেককিছুই দ্বিতীয় বিশ্বযুদ্ধে হারিয়ে গেছে। লেখক বিধান চন্দ্র দাস প্যারিস ও ওয়ারশ মিউজিয়াম থেকে তার পাওয়া তথ্যগুলো যাচাই করেছেন বইটি রচনার সময়, এবং বাড়তি হিসেবে বইটিতে অনেকগুলো ছবি ব্যবহারের অনুমতিও তিনি পেয়েছেন ওয়ারশ মেরি কুরি মিউজিয়ামের প্রধান ইনভেন্ট্রি কর্মকর্তা পিওতর নিউনস্কির বদান্যতায়।

বইটিতে মেরি কুরির জন্ম থেকে চিরনিদ্রা পর্যন্ত উল্লেখযোগ্য প্রায় সবকিছুই অন্তর্ভুক্ত করেছেন লেখক। এর মধ্যে তার স্বামী পিয়েরে কুরির সাথে তার প্রথম সাক্ষাৎ ও পরিণয়ের বিষয়টিও এসেছে। যারা ১৯০৩ সালে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি একসময় গৃহশিক্ষকতাও করেছেন, সেটি আমাদের জানাতে জানাতেই লেখক আমাদেরকে তার প্যারিস যাত্রার কথাও শোনান। তাকে পর্যুদস্ত করা শত্রুদের কথা তার আবিষ্কার ও সম্মাননা—সবকিছুই দুইমলাটবদ্ধ করেছেন লেখক।

বিধান চন্দ্র দাসের মেরি কুরি বইটি বাংলাদেশের বিজ্ঞান চর্চায় আগ্রহীদের অনুপ্রেরণা দেবে এটা নিঃসন্দেহে বলা যায়।

মেরি কুরি
লেখক: বিধান চন্দ্র দাস
বিষয়: জীবনীগ্রন্থ
প্রকাশকাল: ২০২৫
প্রকাশক: কথাপ্রকাশ
দাম: ৩০০ টাকা।

বইটি কিনতে চাইলে:

মেরি কুরি (Marie Curie) – বাহিরানা


Leave a Comment