বাহিরানা

সাক্ষাৎকার সংগ্রহ: শহীদ কাদরী—বই রিভিউ—গভীরতরভাবে তাকে জানার প্রয়োজনে


দিপু চন্দ্র দেব

পঞ্চাশের দশকের এবং বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ কবি শহীদ কাদরী। মাত্র চারটি কবিতার বই তার, এর মধ্যে “আমার চুম্বনগুলো পৌঁছে দাও” প্রকাশিত হয়েছিল ২০০৯ সালে। প্রথম তিনটি বই প্রকাশের দীর্ঘকাল পর। তখন তিনি আমেরিকায় থাকেন। শহীদ কাদরী কবিতার মতোই নিজের ও বন্ধুদের, দেশের-বিদেশের সম্পর্কে বলেছেনও কম, মানে তার সাক্ষাৎকার রয়েছে মাত্র হাতেগুনা কয়েকটি। আর সেগুলোও এতোই ছড়ানো-ছিটানো যে চট করে পাওয়া মুশকিল। মুহিত হাসানের “সাক্ষাৎকার সংগ্রহ: শহীদ কাদরী” বইটি  সেই পাওয়াকে সহজ করবে।

এই একটি প্রশ্ন দিয়েই শহীদ কাদরীর কবি মানসের পরিচয় পেয়ে যাই আমরা, তিনি কীভাবে কবিতাকে দেখতেন তার এক সংক্ষিপ্ত কিন্তু গভীর দৃষ্টির রেখাপাত ঘটেছে এই উত্তরে। কবির জীবনী তার কবিতা, তাই তাকে আলাদা করে জীবনী লিখতে হয় না। কিন্তু সাক্ষাৎকার ভিন্ন জিনিস, এখানে থাকে একজন সাহিত্যিকের জগৎ-জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি, দর্শন, নানান ভাবনা, মূল্যায়ন।

শহীদ কাদরী দেশে থাকতে যেসব সাক্ষাৎকার দিয়েছিলেন তা তো আছেই সেইসাথে তিনি আমেরিকায় যেসব কথোপকথনে জড়িয়েছিলেন সেসবও আছে বইটিতে।

তার কবিতা যেমন অন্যরকম তিনি ভাবতেনও অন্যরকমভাবে, ভাবনার ভিন্নতা ছাড়া সাহিত্যে নিঃজস্বতা আসে না যেহেতু। যেমন, তাকে কবি কে? বা কাদেরকে তিনি কবি হিসেবে বিবেচনা করেন সেই প্রশ্ন করা হলে তিনি যে উত্তর দিয়েছিলেন সেটি চমকপ্রদ। এখানে বই থেকে অংশটি তুলে দিচ্ছি,

জালাল আহমেদ চৌধুরী: ‘কবি’ শব্দে চিহ্নিত ব্যক্তি কারা? প্রচলিত সাধারণ অর্থ ছাড়া এ ব্যাপারে আপনার কি কোনো বিশেষ সংস্কার আছে?

শহীদ কাদরী: বলা বাহুল্য, যাঁরা কবিতা লেখেন, তাঁরাই কবি। না কোনো সংস্কার নেই, তবে বিশেষ ধারণা আছে। ছন্দোবদ্ধ রচনামাত্রই যেমন কবিতা নয়, কাব্যপ্রতিম শব্দাবলির সন্নিপাতনের ক্ষমতাই কাউকে কবি করে দেয় না। যেমন ধরুন সত্যেন্দ্রনাথ দত্ত, ছন্দ ও ভাষার উপর তাঁর দখল ছিল অসামান্য। কিন্তু তিনি পদ্য লেখকে পঙ্‌ক্তিভুক্ত রয়ে গেলেন, কবি হতে পারলেন না। কারণ, তিনি এমন কিছু দেখেননি যা তাঁর সময়কার মানুষের পূর্ব-অভিজ্ঞতায় ছিল না। তিনিই কবি যাঁর বোধ জনসাধারণের চেয়ে ঢের বেশি তীব্র, যাঁর সংবেদনা—আবার বলছি জনসাধারণের চেয়ে তীক্ষ্ণতর, যাঁর অভিজ্ঞতা অর্জনের স্বাভাবিক ক্ষমতা জনসাধারণের চেয়ে ঢের বেশি, যাঁর দৃষ্টি সাড়ে সাত কোটি বাঙালির চেয়ে প্রখরতর।
(সাক্ষাৎকারসংগ্রহ: শহীদ কাদরী)

এই একটি প্রশ্ন দিয়েই শহীদ কাদরীর কবি মানসের পরিচয় পেয়ে যাই আমরা, তিনি কীভাবে কবিতাকে দেখতেন তার এক সংক্ষিপ্ত কিন্তু গভীর দৃষ্টির রেখাপাত ঘটেছে এই উত্তরে। কবির জীবনী তার কবিতা, তাই তাকে আলাদা করে জীবনী লিখতে হয় না। কিন্তু সাক্ষাৎকার ভিন্ন জিনিস, এখানে থাকে একজন সাহিত্যিকের জগৎ-জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি, দর্শন, নানান ভাবনা, মূল্যায়ন। মুহিত মুহিত হাসানের সাক্ষাৎকার সংগ্রহ: শহীদ কাদরী বইটিতে এসবকিছুরই দেখা পাই আমরা। বর্তমান সময়ের তরুণ সাহিত্যিক যারা এই কবিকে গভীরতরভাবে জানতে চান তাদেরকে বিশেষ আনন্দ দেবে বইটি, সেইসাথে কবিতার পাঠকদের কথা তো আসবেই।

সাক্ষাৎকার সংগ্রহ: শহীদ কাদরী
সম্পাদনা: মুহিত হাসান
বিষয়: সাক্ষাৎকার
প্রকাশকাল: ২০২৪
প্রকাশক: কবি প্রকাশনী
দাম: ৫৫০ টাকা।

বইটি কিনতে চাইলে:

সাক্ষাৎকার সংগ্রহ শহীদ কাদরী (Shakkhatkar Shongraha Shahid Kadri) – বাহিরানা


Leave a Comment