বাহিরানা

দশ কথা: বিশিষ্টজনের মুখোমুখি—অলাত এহ্‌সান—গভীরতর সাক্ষাৎ


দিপু চন্দ্র দেব

কাউকে গভীর ও ভিন্নভাবে জানার জন্য সাক্ষাৎকার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কারণ সেখানে এমনসব তীর্যক মন্তব্য, স্মৃতি, অভিমত থাকতে পারে যা সাক্ষাৎকার যিনি দিচ্ছেন তার মানসজগত উন্মোচিত হয় আমাদের কাছে। বাংলাদেশের বিশিষ্ট ১০জন ব্যক্তিত্বের সাক্ষাৎকার সংকলন অলাত এহ্‌সানের “দশ কথা: বিশিষ্টজনের ‍মুখোমুখি” তেমনই একটি বই।

অলাত এহ্‌সান শিল্পী, কথাসাহিত্যিক থেকে অনুবাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মুখোমুখি হয়েছেন তাদের কাজ সম্পর্কে ভলোরকম ধারণা রেখেই। ফলে তার প্রশ্নগুলো যেমন লক্ষ্য স্পর্শকারী হয়েছে তেমনি উত্তরগুলোও নানা বাঁক ঘুরে এসেছে।

যাদের সাক্ষাৎকার রয়েছে এখানে তারা হলেন, মুর্তজা বশীর, সন্‌জীদা খাতুন, রফিকুল ইসলাম, হাসান আজিজুল হক, জাফর আলম, সেলিনা হোসেন, অভিজিৎ মুখার্জি, শাহাদুজ্জামান, রাজু আলাউদ্দিন, রনি আহম্মেদ। হাসান আজিজুল হকের সাক্ষাৎকার এসেছে দুইবার। এখানে সন্‌জীদা খাতুন ছাড়া বাকি সবগুলো সাক্ষাৎকারই পূর্বে প্রকাশিত। সন্‌জীদা খাতুন তার সাক্ষাৎকারে এমনসব বিষয়ে—যেমন তার ব্যক্তিগত জীবন, ছায়ানট গঠনের প্রেক্ষাপট—যা সংস্কৃতিতে তার প্রভাব অনুধাবনে সাহায্য করবে।

অলাত এহ্‌সান শিল্পী, কথাসাহিত্যিক থেকে অনুবাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মুখোমুখি হয়েছেন তাদের কাজ সম্পর্কে ভলোরকম ধারণা রেখেই। ফলে তার প্রশ্নগুলো যেমন লক্ষ্য স্পর্শকারী হয়েছে তেমনি উত্তরগুলোও নানা বাঁক ঘুরে এসেছে। ভালো সাক্ষাৎকারের যা এক গুণ। বইটি সাক্ষাৎকার পাঠে আগ্রহীদের ভালো লাগবে আর যারা এই সাহিত্যিক, অনুবাদক ও শিল্পীদের জানতে চান তাদের তো অবশ্যই।

দশ কথা: বিশিষ্টজনের মুখোমুখি
লেখক: অলাত এহ্‌সান
বিষয়: সাক্ষাৎকার
প্রকাশকাল : ২০২৪
প্রকাশক: বেঙ্গলবুকস
দাম: ৪৯০ টাকা।

বইটি কিনতে চাইলে:

দশ কথা বিশিষ্টজনের মুখোমুখি (Dosh kotha Bishistojoner Mukhumukhi) – বাহিরানা


Leave a Comment