বাহিরানা

জুলাইর গল্প বই রিভিউ—সম্পাদনা মোহাম্মদ নাজিম উদ্দিন—দ্রোহের মানবিক দলিল


২০২৪ সালে জুলাই বাংলাদেশের বৃহত্তম গণঅভ্যুত্থান। সমাজের সর্বস্তরের সব শ্রেণী-পেশার মানুষ যেমন এতে যোগ দিয়েছিলেন, তেমনি এই অভ্যুত্থান সাংস্কৃতিকও, তখন কবিরা অসংখ্য কবিতা লিখেছেন, গল্প লিখেছেন সাহিত্যিকেরা। গানও বিরাট ভূমিকা নিয়েছিল। যদিও খুব কম সংখ্যক কবিতা, গল্পই অভ্যুত্থানের সময়পর্বে প্রকাশিত হয়েছিল। কিন্তু ৫ আগস্টের পরে জুলাইয়ের গল্প কবিতার মহামারী চলছে, তার কতগুলো আদতেই গণঅভ্যুত্থানের কিংবা রাজনৈতিক ফায়দা হসিলের তা বের করা শক্ত বটে। মোহাম্মদ নাজিম উদ্দিনের সম্পাদনায় ”জুলাইর গল্প” বইটি অভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণকারী ১০ জনের গল্প দিয়ে গড়ে উঠেছে। বলে রাখা ভালো লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন নিজেও অভ্যুত্থানে জড়িত ছিলেন।

গল্পগুলোকে শুধু শিল্পের মানদণ্ডে দেখলেই হবে না বরং সময়টিকে কতটা ধারণ করেছে তার বিষয়টিও বিবেচনায় নিতে হবে। পড়তে পড়তে মনে হয় সেটি খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে। প্রথাগত নিয়মের বাইরে রাখঢাকহীন বাস্তবতাকে তুলে ধরার প্রয়াসই বেশি চোখে পড়ে গল্পগুলোয়।

গল্পের শিরোনাম ও লেখকেরা হলেন, “অভ্যুত্থানের শেষ শ্লোগান” সামসুল ইসলাম রুমি, “কালান্তর” জুবায়ের ইবনে কামাল, “জিন্সপ্যান্ট” মোহাম্মদ নাজিম উদ্দিন, “৩৭ শে জুলাই” হাসান ইমাম, “লুব্ধক” ওয়ালিদ প্রত্যয়, “ক্ষতপূরণ” বাপ্পী খান, “ডাকাতিয়া” তানিয়া সুলতানা, “স্লটার হাউজ” যাইফ মাসরুর, “মা” তাসনিম শাহরিয়ার, “অজ্ঞাত কয়েদি অথবা জ্যোৎস্না” জুবায়ের ইবনে কামাল, “সেই জুলাইয়ে” নিমগ্ন দুপুর, “আদম” মোহাম্মদ নাজিম উদ্দিন, “পথের খোঁজে” তানিয়া সুলতানা, “একটু যদি বাতাস হইতো” হাসান ইমাম, “রাণী ইলিশ” মোহাম্মদ নাজিম উদ্দিন।

গল্পগুলোকে শুধু শিল্পের মানদণ্ডে দেখলেই হবে না বরং সময়টিকে কতটা ধারণ করেছে তার বিষয়টিও বিবেচনায় নিতে হবে। পড়তে পড়তে মনে হয় সেটি খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে। প্রথাগত নিয়মের বাইরে রাখঢাকহীন বাস্তবতাকে তুলে ধরার প্রয়াসই বেশি চোখে পড়ে গল্পগুলোয়। বইয়ের নামেও এই জিনিসটি দেখা যায়, জুলাইয়ের না হয়ে কথ্যভাষায় “জুলাইর” ব্যবহৃত হয়েছে। এসবের মিলিত মিশ্রণে কেউ যদি বহুমুখি সেই সময়ের দৃশ্যকল্পনা চান তা পাওয়া যায় এখানে। রাজনৈতিক প্রোপাগান্ডা থেকে দমনমূলক ক্ষমতার যথেচ্ছ ব্যবহার যা তখন ঘটে চলেছিল তার প্রতিবেদনের পাশাপাশি মানবিক হাহাকার ও দ্রোহের বিবরণ ধরে আছে মোহাম্মদ নাজিম উদ্দিনের সম্পাদনায় জুলাইর গল্প বইটি।

জুলাইর গল্প
সম্পাদনা: মোহাম্মদ নাজিম উদ্দিন
বিষয়: গল্প
প্রকাশকাল: ২০২৪
প্রকাশক: বাতিঘর প্রকাশনী
দাম: ২৬০ টাকা। 

বইটি কিনতে চাইলে:

জুলাইর গল্প (Julyr Golpo) – বাহিরানা


Leave a Comment