বাহিরানা

ভুট্টোর তওবা ও মুক্তিযুদ্ধের নানা দিক—হাসান ফেরদৌস—অতীতের বর্তমান পর্যালোচনা


বাহিরানা ডেস্ক

অতীত অনড় কোনো কিছু নয় বরং সর্বদাই পরিবর্তনশীল। এই কথাগুলো হাসান ফেরদৌসের “ভুট্টোর তওবা ও মুক্তিযুদ্ধের নানা দিক” বইটি পড়তে পড়তে বারবারই মনে আসে। বইটি তার দৃষ্টিতে দেখা মুক্তিযুদ্ধে ক্রিয়া করা বৈশ্বিক পরাশক্তি দেশগুলো এবং বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের ধরণ নিয়ে প্রবন্ধ বা ইতিহাস বিশ্লেষণ। যার পরিধি মুক্তিযুদ্ধ থেকে সাম্প্রতিক কাল পর্যন্ত এসে ঠেকেছে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ একপাক্ষিক কোনো বিষয় নয়, এতে জড়িত ছিল জাতীয় আন্তর্জাতিক অনেকগুলো পক্ষ। আর সেই ইতিহাসও পর্যালোচনাযোগ্য। কেননা এটি আমাদের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনার একটি।

মুক্তিযুদ্ধকে ঘিরে সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের ভূমিকা এসেছে প্রথম লেখা “বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও তিন পরাশক্তি”তেই। জাতিসংঘের ভূমিকা, জাতীয় ‍মুক্তি আন্দোলনের অপমৃত্যু, হেনরি কিসিঞ্জার—সবই আলোকপাত করেছেন লেখক।

জুলফিকার আলী ভুট্টো একাত্তরের গণহত্যা নিয়ে ঢাকায় একবার ক্ষমা চেয়েছিলেন, সেটি প্রায় আনালোচিতই রয়ে গিয়েছিল। সে বিষয় নিয়ে বিস্তারিত লেখা, “একাত্তরের গণহত্য ও ভুট্টোর তওবা”। ঘটনাটির সবিস্তারিত বিবরণ ও নিজের মন্তব্য দিয়েছে লেখক। ঐতিহাসিকভাবে ঘটনাটির তাৎপর্য অনেক। সেইসাথে একাত্তরের বন্ধু নিয়ে দুইটি লেখা আছে বইয়ে। এরমধ্যে রবিশঙ্কর ও জর্জ হ্যারিসনের কনসার্ট ফর বাংলাদেশের কথা তো বিশ্ববাসী জানে কিন্তু মার্কিন নৌ বাহিনীর চার্লস র‌্যাডফোর্ড ও সাংবাদিক জ্যাক অ্যান্ডারসনের কথা বেশি মানুষ জানে না। বইটিতে এই চারজনকে নিয়েই লেখা রয়েছে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ একপাক্ষিক কোনো বিষয় নয়, এতে জড়িত ছিল জাতীয় আন্তর্জাতিক অনেকগুলো পক্ষ। আর সেই ইতিহাসও পর্যালোচনাযোগ্য। কেননা এটি আমাদের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনার একটি। হাসান ফেরদৌসের ভুট্টোর তওবা ও মুক্তিযুদ্ধের নানা দিক বইটি সেই কাজ ভালোভাবে সম্পন্ন করেছে।

ভুট্টোর তওবা ও মুক্তিযুদ্ধের নানা দিক
লেখক: হাসান ফেরদৌস
বিষয়: প্রবন্ধ, গবেষণা
প্রকাশকাল: ২০২৪
প্রকাশক: প্রথমা প্রকাশন
দাম: ৪২০ টাকা।

বইটি কিনতে চাইলে:

ভুট্টোর তওবা ও মুক্তিযুদ্ধের নানা দিক – বাহিরানা


Leave a Comment