দিপু চন্দ্র দেব
তেভাগা আন্দোলনে সম্মুখসারির একজন ইলা মিত্র। কৃষক বিদ্রোহ ইংরেজদের যেমন ভিত কাঁপিয়ে দিয়েছিল তার রেশ পূ্র্বপাকিস্তান হয়ে আজো রয়ে গেছে। কৃষকদের বঞ্চনা কী ঘুচেছে কখনও? যে-ই ক্ষমতায় আসুক কৃষক অবাঞ্চিতই রয়ে গেছে, পূর্বে যেমন ছিল জমিদারদের শোষণ বর্তমানে আড়তদার, ব্যবসায়ীদের শোষণ। মাত্রাভেদে সমস্যা একই থেকে গেছে। কৃষকদের জমিদারকে অর্ধেক ফসল না দিয়ে তিন ভাগের এক ভাগ দেওয়াই তেভাগা। এই আন্দোলন পূর্ব পাকিস্তানে প্রভাব বিস্তার করে। এবং নাচোলের কৃষকদের সংগঠিত করার নেত্রী ইলা মিত্র। প্রশান্ত হালদারের “ইলা” এই নেত্রীর জীবন ও কর্মের মঞ্চরূপ।
মালেকা বেগমের “ইলা মিত্র নাচোলের তেভাগা আন্দোলনের নেত্রী”(১৯৮৬) বইয়ের উপর ভিত্তি করে লেখা এই নাটক। এই মহিয়সী নারীর বাল্যকাল থেকে শুরু করে রাজনীতি, ব্যক্তিজীবন, সংগঠন ও ট্র্যাজিক মৃত্যু সবই তুলে এনেছেন প্রশান্ত হালদার।
নাটকটিতে প্রথম পুরুষে ইলা মিত্র নিজেই নিজের কথা বলেছেন। ফলে দর্শকদের সাথে দূরত্ব কমেছে অনেকখানি। আর এতে নাটকটি শুধুমাত্র জীবনী না হয়ে শিল্পরূপ পেয়েছ। তবে ইলা মিত্রের জীবনীর বাইরে থেকে নয় সত্য ঘটনাবলির উপর গড়ে উঠেছে নাটকটি। মালেকা বেগমের “ইলা মিত্র নাচোলের তেভাগা আন্দোলনের নেত্রী”(১৯৮৬) বইয়ের উপর ভিত্তি করে লেখা এই নাটক। এই মহিয়সী নারীর বাল্যকাল থেকে শুরু করে রাজনীতি, ব্যক্তিজীবন, সংগঠন ও ট্র্যাজিক মৃত্যু সবই তুলে এনেছেন প্রশান্ত হালদার। ফলে আরো বৃহৎ ও ভিন্ন আঙ্গিকে তাকে জানা-বোঝার পথ তৈরি হয়েছে।
নাচোলের ইলা মিত্রকে যারা শিল্পের মাধ্যমে গভীরভাবে জানতে চান। যারা তেভাগা আন্দোলনের ইতিহাসে আগ্রহী তাদেরকে নতুন অভিজ্ঞতা দেবে প্রশান্ত হালদারের ইলা মঞ্চনাটকটি।
ইলা
লেখক: প্রশান্ত হালদার
বিষয়: মঞ্চনাটক, ইতিহাস
প্রকাশকাল: ২০২৫
প্রকাশক: গ্রন্থিক প্রকাশন
দাম: ২৭০ টাকা।
বইটি কিনতে হলে: