বাহিরানা

জরথুস্ত্র নীৎশের সহজিয়া ভাবনা—আর্য সারথী—বাংলার দর্শনের সাথে মেলবন্ধন ঘটাবার চেষ্টা


দিপু চন্দ্র দেব

আর্য সারথীর “জরথুস্ত্র নীৎশের সহজিয়া ভাবনা” বইটি নীৎশ ও জরথুস্ত্রের উপর তার ভাবনা ও উপলব্ধি নিয়ে। বইটির বিশেষত্ব এই যে আর্য সারথী নীৎশের “জরথুস্ত্র বললেন” নামক বইকে কেন্দ্রে রেখে এই দুই দার্শনিক ও ধর্মপ্রবক্তার সংযুক্তি দেখাতে চেয়েছেন। নীৎশে ও জরথুস্ত্র দুজনেই স্ব স্ব ক্ষেত্রে মানব সভ্যতার দু্ই দিকপাল, আধুনিক দর্শনে নীৎশের অবদান ব্যাপক, অপরদিকে পারস্যের জরথুস্ত্র এক নতুন ধর্মের প্রবক্তা। তার অনুসারীরা জরথুস্ত্রবাদী হিসেবে পরিচিত। এই দুইজনের মাঝে সময়ের ব্যবধান ২৫০০ বছর, তবু দুজন একত্রিত হয়েছিলেন “জরথুস্ত্র বললেন”-এ।

আমাদের এখানে সাধু-ঋষিরা যেমন নিজেদের ভুল পরিচয়ে পরিচিত করান লোকালয়ে নিজেদের আড়াল করতে লেখকের বিবেচনায় জার্মানির এই দার্শনিকও তেমনটাই করেছেন জীবনভর। এবং তাকে সঠিকভাবে বুঝতে হলে তার চেতনার স্তর উন্নীতকরণের দিকে তার যে সাধনা সেদিকে দৃষ্টি দিতে হবে। আর্য সারথির এই কথাগুলো গুরুত্বপূর্ণ কেননা একজন চিন্তকের আত্মজীবনী মূলত তার চিন্তা-ই, এর বাইরে বাকি সবকিছু অপ্রয়োজনীয়।

“জরথুস্ত্র বললেন” নীৎশের বহুলপঠিত গ্রন্থ, বইটি তার দর্শন ও জীবযাপনের প্রক্রিয়া অনেকখানি ধারণ করে আছে। তার বিখ্যাত “মহাপুরুষ” ধারণা, তা এই বইয়ের একটি কেন্দ্রীয় বিষয়। তবে, আর্য সারথী মূলগতভাবে নীৎশে ও জরথুস্ত্রকে বুঝতে চাইলেও তিনি ভারতীয় দর্শনের—যা বাংলার দর্শন চর্চাতেও বিস্তৃত—সাথে তাদের কাজের মেলবন্ধন ঘটাতে চেয়েছেন। এর সঙ্গে সুফিবাদও
অন্তর্ভুক্ত হয়েছে।

নীৎশের বিষয়ে যেসব ভুল ধারণা প্রচলিত আছে বলে আমরা জানি লেখক সে বিষয়গুলোতেও আলোকপাত করেছেন। আমাদের এখানে সাধু-ঋষিরা যেমন নিজেদের ভুল পরিচয়ে পরিচিত করান লোকালয়ে নিজেদের আড়াল করতে লেখকের বিবেচনায় জার্মানির এই দার্শনিকও তেমনটাই করেছেন জীবনভর। এবং তাকে সঠিকভাবে বুঝতে হলে তার চেতনার স্তর উন্নীতকরণের দিকে তার যে সাধনা সেদিকে দৃষ্টি দিতে হবে। আর্য সারথির এই কথাগুলো গুরুত্বপূর্ণ কেননা একজন চিন্তকের আত্মজীবনী মূলত তার চিন্তা-ই, এর বাইরে বাকি সবকিছু অপ্রয়োজনীয়।

বইটিকে জরথুস্ত্র ও নীৎশে বিষয়ে লেখকের বোঝাপড়ার আলোকে পড়লে নিজেদের বোঝাপড়ার সাথে এর মিল-অমিল ধরা পড়বে। নতুনত্বও এভাবে ধরা দিতে পারে। আর তার মূল আলোচনা যেহেতু নীৎশের “জরথুস্ত্র বললেন”, তাই আর্য সারথীর জরথুস্ত্র নীৎশের সহজিয়া ভাবনা পড়ার আগে এটা পড়ে নেওয়া দরকারি। বইটি পাঠকদের পাঠ আনন্দ ও সহজিয়া পথের দিশা দিক।

জরথুস্ত্র নীৎশের সহজিয়া ভাবনা
লেখক: আর্য সারথী
বিষয়: দর্শন
প্রকাশকাল: ২০২৫
প্রকাশক: গ্রন্থিক প্রকাশন
দাম: ২৩০ টাকা। 

বইটি কিনতে হলে:

জরথুস্ত্র নীৎশের সহজিয়া ভাবনা (Zarathushtra Nietzscher Sohojia Vabna)


Leave a Comment