বাহিরানা

জুলাই গণ-অভ্যুত্থানের উপর গুরুত্বপূর্ণ কয়েকটি বই


জুলাই গণ-অভ্যুত্থানের উপর গুরুত্বপূর্ণ কয়েকটি বই বাছাইয়ে আমরা প্রথমে নজর দিয়েছি বইগুলো কতটা জুলাইকে ধারণ করেছে এবং শিল্পমানোত্তীর্ণ হয়েছে। ২০২৪-এর জুলাই গণ-অভ্যুত্থান কেমন ছিল, কী কী ঘটেছিল তখন সেসবকে কেন্দ্রে রেখে অংসখ্য বই প্রকাশিত হয়েছে। বইগুলো যেমন জুলাইয়ের ঘটনাপ্রবাহ নিয়ে অন্যদিকে জুলাইয়ের গল্প নিয়েও। সাংবাদিকতা, বাংলাদেশের ৭২-এর সংবিধান বিতর্কও অনেক বইয়ের কেন্দ্র—মোট কথা সব বই-ই একটি বিষয়কে মূলে রেখে রচিত হয়েছে—সেটি হলো ২০২৪-এর জুলাই পরবর্তী বাংলাদেশকে জুলাইয়ের বার্তা পৌঁছে দেওয়া। কেমন ছিল জুলাই গণ-অভ্যুত্থান তা নিয়ে ভবিষ্যতের কোনো গবেষক, সাহিত্যিক, পাঠক যদি জানতে চান তাহলে এই বইগুলোর কাছে আসতে হবে। আমরা এমন অনেকগুলো বইয়ের মধ্য থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি বই নির্বাচন করেছি, যা জুলাইকে সর্বোতভাবে ধারণ করেও বিষয় ও লেখার দায় এড়িযে যায়নি।

১. উন্নতি উত্থান অভ্যুত্থান: সিরাজুল ইসলাম চৌধুরীর উন্নতি উত্থান অভ্যুত্থান বইটির গুরুত্ব এই কারণে যে তিনি বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ বুদ্ধিজীবী এবং সেইসাথে এই বইয়ের প্রবন্ধগুলোর লেখার সময়কাল ২০২৩ থেকে ২০২৪। বিগত আমলের অনেক বিষয়ই উঠে এসেছে তার লেখায়। সেই সময়ের গুম, নির্যাতনের বিষয়গুলোতেও তিনি আলোকপাত করেছেন। উন্নতি ও অভ্যুত্থানের সম্পর্কও বিবেচনা করেছেন তিনি একটি প্রবন্ধে। তার চিন্তার একটা সারসংক্ষেপ বলা যায় বইটিকে।

সিরাজুল ইসলাম চৌধুরীর উন্নতি উত্থান অভ্যুত্থান বইয়ের প্রচ্ছদ।
সিরাজুল ইসলাম চৌধুরীর উন্নতি উত্থান অভ্যুত্থান বইয়ের প্রচ্ছদ।

২. নীরবতার ভাষা ও অন্যান্য: রামেন্দু মজুমদারের নীরবতার ভাষা ও অন্যান্য বইটির বেশিরভাগ প্রবন্ধই ২০২৪ এর শেষ দিককার। এই প্রবন্ধগুলোতে তার অব্যক্ত কথার ভার তিনি ব্যক্ত করেছেন। শিল্প ও রাজনীতির সম্পর্কও উঠে এসেছে লেখাগুলোয়। ‘আজকের বাংলাদেশ: বিক্ষিপ্ত ভাবনা’ নামে প্রবন্ধটিসহ ষোলটি প্রবন্ধ স্থান পেয়েছে বইটিতে। তার স্মৃতিকথাও এসেছে।

রামেন্দু মজুমদারের নীরবতার ভাষা ও অন্যান্য বইয়ের প্রচ্ছদ।
রামেন্দু মজুমদারের নীরবতার ভাষা ও অন্যান্য বইয়ের প্রচ্ছদ।

৩. বাংলাদেশের সংবিধান সংস্কার: ধারণা ও বাস্তবতা: অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তরর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশের ৭২ এর সংবিধান সংস্কার নিয়ে জোর দাবী উঠেছিল যা এখনও চলমান। কিন্তু সংবিধান মূলে কী তা নিয়ে অনেক মানুষেরই ধারণা নেই, এবং সংবিধান সংস্কার ভালো না খারাপ—সেসব বিষয় পরিষ্কার করতে কাজী জাহেদ ইকবাল ও সারা হোসেন-এর বই বাংলাদেশের সংবিধান সংস্কার: ধারণা ও বাস্তবতা। তথ্য ও বিষয় বিবেচনায় বইটি গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের সংবিধান সংস্কার: ধারণা ও বাস্তবতা বইয়ের প্রচ্ছদ।
বাংলাদেশের সংবিধান সংস্কার: ধারণা ও বাস্তবতা বইয়ের প্রচ্ছদ।

 

৪. লাল জুলাই: চব্বিশের গণ-অভ্যুত্থানের পথপরিক্রমা: আলতাফ পারভেজের লাল জুলাই: চব্বিশের গণ-অভ্যুত্থানের পথপরিক্রমা বইটি জুলাইয়ের সামগ্রিক একটি দিনিলিপি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। জুলাইতে কোটা সংস্কার আন্দোলন কীভাবে সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছিল তা জানতে এই বইটি একটি গুরুত্বপূর্ণ উৎস হতে পারে।

আলতাফ পারভেজের লাল জুলাই: চব্বিশের গণ-অভ্যুত্থানের পথপরিক্রমা বইয়ের প্রচ্ছদ।
আলতাফ পারভেজের লাল জুলাই: চব্বিশের গণ-অভ্যুত্থানের পথপরিক্রমা বইয়ের প্রচ্ছদ।

৫. লাল বসন্ত: জুলাই গণঅভ্যুত্থানের দিনলিপি: নজরুল ইসলামের লাল বসন্ত: জুলাই গণঅভ্যুত্থানের দিনলিপি আলতাফ পারভেজের লাল জুলাই বইটির মতোই জুলাই অভ্যত্থানের ধারাবাহিক দিনলিপি নিয়ে। তবে তিনি ২০১৮ সালের কোটা আন্দোলন থেকে তার বইয়ের যাত্রারম্ভ করেছেন। তাই বইটির আলাদা একটি গুরুত্ব তৈরি হয়েছে।

নজরুল ইসলামের লাল বসন্ত: জুলাই গণঅভ্যুত্থানের দিনলিপি বইয়ের প্রচ্ছদ।
নজরুল ইসলামের লাল বসন্ত: জুলাই গণঅভ্যুত্থানের দিনলিপি বইয়ের প্রচ্ছদ।

৬. বাংলাদেশের অর্থনীতি: বর্তমান ও ভবিষ্যৎ: জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের অর্থনীতির কী অবস্থা? আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অর্থনীতি কেমন করছে, অভ্যুত্থানের কোনো প্রভাব কী সেখানে পড়েছে? এসব নিয়েই সেলিম জাহানের অর্থনীতি নিয়ে বই বাংলাদেশের অর্থনীতি বর্তমান ও ভবিষ্যৎ। অর্থনীতি একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যদি হয়ে থাকলে সেলিম জাহানের এই বইটির গুরুত্ব রয়েছে নতুন বাংলাদেশে।

সেলিম জাহানের বাংলাদেশের অর্থনীতি: বর্তমান ও ভবিষ্যৎ বইয়ের প্রচ্ছদ।
সেলিম জাহানের বাংলাদেশের অর্থনীতি: বর্তমান ও ভবিষ্যৎ বইয়ের প্রচ্ছদ।

৭.জুলাইর গল্প: মোহাম্মদ নাজিম উদ্দিনের সম্পাদনায় জুলাইর গল্প বইটিতে জুলাই অভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণকারী ১০ জনের গল্পের সংকলন এই বইটি। জুলাই থ্রিলারকেও হার মানিয়েছিল, আর নাজিম উদ্দিন নিজেও যেহেতু অভ্যুত্থানের জড়িত ছিলেন তার নিজের দুইটি গল্পও স্থান পেয়েছে বইটিতে।

মোহাম্মদ নাজিম উদ্দিনের সম্পাদনায় জুলাইর গল্প বইয়ের প্রচ্ছদ।
মোহাম্মদ নাজিম উদ্দিনের সম্পাদনায় জুলাইর গল্প বইয়ের প্রচ্ছদ।

৮.সাংবাদিকতায় অদৃশ্য হাত: বিগত আমলে সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের কাজ করতে পারেননি। সরকারি সেন্সরের মধ্য দিয়ে তাদের যেতে হতো। জুলাই নিয়ে বইয়ের তালিকায় সিউল আহমেদের সাংবাদিকতায় অদৃশ্য হাত অবশ্যই থাকবে, কারণ তিনি জুলাইয়ে মাঠপর্যায়ের সাংবাদিকতা কেমন ছিল ও কারা কীভাবে বাধা দিচ্ছিল তা ধরেছেন বইটিতে। বইটিতে নিউ এইজের সম্পাদক ও গুরুত্বপূর্ণ সাংবাদিক নুরুল কবীর-এর একটি সাক্ষাৎকারসহ মাঠপর্যায়ের অনেক সাংবাদিকদের সাক্ষাৎকার গ্রহণ করেছেন সিউল আহমেদ।

সিউল আহমেদের সাংবাদিকতায় অদৃশ্য হাত বইয়ের প্রচ্ছদ।
সিউল আহমেদের সাংবাদিকতায় অদৃশ্য হাত বইয়ের প্রচ্ছদ।

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আরো অংসখ্য বই রচিত হবে, আমরা আলোচনা করব সেসব বই নিয়েও। জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যুত্থান, আন্দোলন, তবে একদম নতুন নয়। বাংলাদেশের ইতিহাসে এরকম আন্দোলন, অভ্যুত্থান আরো হয়েছে। অতীতের সেসব গণআন্দোলনের কয়েকটি স্বপন আদনানের গ্রামবাংলার রূপান্তর: সমাজ, অর্থনীতি এবং গণআন্দোলন বইটিতে আলোচিত হয়েছে, তাই অনায়াসেই এই বইটি এই তালিকার অন্য বইগুলোর বিষয়বস্তু অনুধাবনে সাহায্য করতে পারে।

 


মন্তব্য করুন