ইতিহাস, বিজ্ঞান ও দর্শন—বিষয়গুলোর মধ্যে থাকা সাব ঘরানাসমূহও—বইয়ের রিভিউ সূচী বিভাগে বাহিরানায় প্রকাশিত যাবতীয় ইতিহাস, বিজ্ঞান ও দর্শন বইয়ের আলোচনা পড়ুন। ক্রিটিকদের আলোচনায় বইগুলোর বিশেষত্ব পাঠকদের সঙ্গেও যোগসূত্র গড়ে, বই আলোচনার মূল উদ্দেশ্যই এই, লেখক ও পাঠকদের মাঝখানে বইটির মধ্যে থাকা অব্যক্ত বা ব্যক্ত সূত্র ও অর্থের অনুসন্ধান, যা বাহিরানায় প্রকাশিত বই রিভিউগুলোতে রয়েছে।
ইতিহাস, বিজ্ঞান ও দর্শন বই রিভিউয়ের বিভাগসূমহ
ইতিহাস বই রিভিউ
বিজ্ঞান ও দর্শন বই রিভিউ
ইতিহাস, বিজ্ঞান ও দর্শন বই রিভিউ নিয়ে কিছু বাক্য
ইতিহাস, বিজ্ঞান ও দর্শন পরস্পর সম্পর্কিত, একটি অন্যটিকে প্রভাবিত করে। একটি যুগকে তার ইতিহাসের মধ্যে যেমন দেখা যায় তেমননি এর কার্যপ্রণালীর মধ্যেও। এই কার্যপ্রণালী যে নিয়ম অনুসরণ করে তাই বিজ্ঞান। আর যে সময়পর্বে কার্যপ্রণালীটি সাধিত হয় তাই ইতিহাস। ইতিহাসের যেমন বিভিন্ন ভাগ আছে তেমননি বিজ্ঞানেরও। তেমনি সেই সময়টিতে পৃথিবী, সমাজ ও রাষ্ট্রকে বোঝার জন্য যে প্রশ্নগুলোর উদ্ভব হয় আর বিজ্ঞান ও ইতিহাস যে প্রশ্নগুলোর উত্তর দিতে পারে না, সেই প্রশ্নের উত্তর খোঁজার পদ্ধতিকেই আমরা দর্শন বলে অভিহিত কর। বাহিরানা এই বিষয়গুলোর উপর প্রকাশিত বইয়ের আলোচনা প্রকাশ করে। তাদের বিশেষযত্ব, তাদের উদ্দেশ্য ও বিবর্তন এবং প্রয়োজনীয়তা—সবই সেই আলোচনায় ধারণ করার প্রচেষ্টা থাকে। এবং তা আলোচক বা ক্রিটিকদের নিজস্ব চিন্তাপ্রণালী অনুসরণ করেই, যে কারণে একজন ক্রিটিকের চেয়ে অন্য ক্রিটিক ভিন্ন চিন্তা অনুসরণ করেন, সেইকারণেই এই বই আলোচনা বইটির নিজগুণ এবং ক্রিটিকের সঙ্গে তার মিথষ্ক্রিয়ায় ভিন্ন হয়। বাহিরানা এই ভিন্নতাকে ধারণ করতে চায়।
ইতিহাস বই আলোচনা
ইতিহাস একটি সর্বমান্য জ্ঞানের গোত্রনাম, রাজনৈতিক ইতিহাস, মানব ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস, একটি যুগপর্বের ইতিহাস যেমন ইতিহাস, তেমনি বিজ্ঞান, প্রযুক্তি, সাহিত্য, সংস্কৃতি সব বিষয়েরই ইতিহাস রয়েছে। একজন বই আলোচক বা ক্রিটিকের এসব শাখা ও মূলের সম্পর্কে গভীর জ্ঞান রাখতে হয়, এবং তার ভিত্তিতে তিনি বইটির সঙ্গে তার নিজের অনুসন্ধানেন যোগসূত্র খোঁজেন, এবং এই প্রক্রিয়ায় যে পথটি আবিষ্কার হয়, সেই পথ এমন দিকে বইটিকে উন্মোক্ত করতে পারে, যা এমনকি বইটির লেখকও জানতেন না। এবং বইয়ের সঙ্গে সমালোচকের এই প্রশ্ন-উত্তর ও অনুসন্ধানের ফলটি বইটির আলোচনা আকারে পাঠকদের সামনে উপস্থাপিত হয়। যার কারণে পাঠকেরা বইটি সম্পর্কের গভীর ও ভিন্নভাবে জানতে পারেন।
বিজ্ঞান বই আলোচনা
ইতিহাসের মতোই বিজ্ঞানও বিভিন্ন শাখা-প্রশাখায় বিস্তৃত। যেমন রসায়ন, পদার্থ, কসমিক, গণিত, কোয়ান্টাম ফিজিক্স, জেনেটিক্স, প্রকৃতি বিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান থেকে যদি আমরা আরো দূরবর্তী প্রদেশে উপনীত হই তাহলে আমরা দেখতে পাই রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান-এর মতো বিষয়গুলো, যারা মৌলিক বিজ্ঞানের নিয়ম অনুসরণ করে ঠিকই কিন্তু তাদের নিজস্ব ও ভিন্ন একটি ডিসিপ্লিনও রয়েছে। সবচেয়ে বড় কথা সেখানেও পরিবর্তন অব্যাহত আছে। বাহিরানায় প্রকাশিত বিজ্ঞান বই আলোচনায় আলোচকরা এই বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখেন, কেননা বিজ্ঞানের বইয়ে আলোচনায় বিজ্ঞানী হতে হয় না, কিন্তু আইনস্টাইন থেকে স্টিফেন হকিং কেন ভিন্ন তার ধারণা থাকতেই হয়। নাহলে স্টিফেন হকিংয়ের বইয়ের উপর পর্যালোচনা অসম্ভব। পাঠকদের কাছেও বইটির বিশেষত্ব উপস্থাপন করা সম্ভব না, এ ছাড়া।
দর্শন বই আলোচনা
দর্শনের বইগুলোও পূর্বোক্তদের মতোই। মানব সভ্যতা দর্শন ছাড়া এতদুর আসা অসম্ভব ছিল, গ্রিক দর্শন, মধ্যপ্রাচ্যে তার অনুবাদ ও নতুন দার্শনিকগণ, প্রাচীন ভারতীয় দর্শন—এই দার্শনিক সম্প্রদায় সম্পূর্ণভাবে আজকের দর্শনের ভিত্তি গড়ে দিয়েছেন। এর মধ্যে গ্রিক দর্শন যেমন পাশ্চাত্যের প্রতিনিধিত্ব করে, আবার প্রাচ্যেরও, অন্যদিকে পাচ্যের দর্শন প্রাচীন ভারতীয় দর্শন ও তাতে মেশা মধ্যপ্রাচ্যের দর্শন, তাই আবার আমাদের বাংলার দ্শনের সঙ্গে এসে মিশেছে। এরসঙ্গে চৈনিকদেরও নিজস্ব দর্শন রয়েছে, যা তাদের দার্শনিকদের মধ্যে আমরা প্রতিফলিত হতে দেখি, যা বুদ্ধ দর্শনজাত। বাহিরানায় প্রকাশিত দর্শনের বইগুলোর আলোচনায় এই বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়, বইগুলোর যুগসূত্র পাঠকদের সঙ্গে গড়তে।
ইতিহাস, বিজ্ঞান ও দর্শন বইয়ের রিভিউগুলো এই একসঙ্গে পড়তে পারবেন পাঠকেরা এই বিভাগ থেকে।
