জুলফিকার মতিন দীর্ঘদিন সাহিত্যের সঙ্গে যুক্ত। তিনি কবিতা ও কথাসাহিত্যে সমানভাবে নিজের সাক্ষর রেখেছেন। এর বাইরে প্রবন্ধসাহিত্য ও শিশুসাহিত্যেও তার বই আছে যেমন, সমাজ ও সাহিত্য: আধুনিকতা অর্জনের ধারা শিশু-কিশোর গল্প টেলিমেকাস। জুলফিকার মতিনের অন্তহীন দ্রৌপদীর শাড়ী সাহিত্যবিষয়ক প্রবন্ধের বই।
মুক্তিযুদ্ধের কবিতা নিয়ে অনেক লেখা হয়েছে জুলফিকার মতিনও “মুক্তিযুদ্ধের কবিতা” নামে একটি লেখা রেখেছেন বইয়ে। আরেকটি লেখা “রবীন্দ্রনাথ—পুনর্ব্যাখ্যার পরিপ্রেক্ষিত” বেশ গুরুত্বপূর্ণ। এর সাথে নাম প্রবন্ধের ইউরোপীয় রেনাসাঁ পরবর্তীকালীন সময়ের সাহিত্য ও দর্শন ধারার পথ বেয়ে ভারতবর্ষে বিশেষ করে বাংলায় আধুনিকতার আগমন নিয়ে আলোচনাটা পাঠকদের একটা ইতিহাসবোধ তৈরি করতে সাহায্য করবে।
জুলফিকার মতিনের অন্তহীন দ্রৌপদীর শাড়ী বইটির নাম থেকে সরাসরি এর বিষয়বস্তু সম্পর্কে ধারণা করা না গেলেও বইয়ের লেখাগুলো মূলত কবিতা বিষয়ক। কবিতার রহস্যের সাথে তিনি দৌপদীর শাড়ির প্রতীকি যোগাযোগ তৈরি করেছেন। নাম প্রবন্ধের বাইরে বাকি লেখাগুলোর মধ্যে কয়েকটি হলো, “শামসুর রাহমান: কাব্যপাঠের সূত্র” “কবিতা বিচার” “বিষ্ণু দে-র কবিতা ও তার রসোপভোগের দায়” “কবিতা-চর্চা”। বইয়ের একটি বিশেষ দিক নিয়ে বলা যায়, সেটি হচ্ছে আধুনিকতার মানদণ্ড দিয়ে তিনি কবিতার আলোচনা করেছেন। অন্য কোনো তত্ত্ব আলোচনায় যাননি, সেটি জরুরিও নয় অবশ্য।
মুক্তিযুদ্ধের কবিতা নিয়ে অনেক লেখা হয়েছে জুলফিকার মতিনও “মুক্তিযুদ্ধের কবিতা” নামে একটি লেখা রেখেছেন বইয়ে। আরেকটি লেখা “রবীন্দ্রনাথ—পুনর্ব্যাখ্যার পরিপ্রেক্ষিত” বেশ গুরুত্বপূর্ণ। এর সাথে নাম প্রবন্ধের ইউরোপীয় রেনাসাঁ পরবর্তীকালীন সময়ের সাহিত্য ও দর্শন ধারার পথ বেয়ে ভারতবর্ষে বিশেষ করে বাংলায় আধুনিকতার আগমন নিয়ে আলোচনাটা পাঠকদের একটা ইতিহাসবোধ তৈরি করতে সাহায্য করবে।
সাহিত্যচর্চায় যারা আছেন আর যারা সাধারণ রসগ্রাহী পাঠক, তাদের সবারই জুলফিকার মতিনের অন্তহীন দ্রৌপদীর শাড়ী বইটি ভালো লাগবে।
অন্তহীন দ্রৌপদীর শাড়ী
লেখক: জুলফিকার মতিন
বিষয়: প্রবন্ধ
প্রকাশকাল: ২০২৫
প্রকাশক: প্রসিদ্ধ পাবলিশার্স
মূল্য: ৩০০ টাকা।
অন্তহীন দ্রৌপদীর শাড়ী বইটি কিনতে চাইলে
