দিপু চন্দ্র দেব
সমুদ্রযাত্রা আমাদের বিস্মিত করে, নীল আমাদের টানে। কিন্তু একজন মেরিনার হিসেবে সেই যাত্রা কেমন তার বিবরণ নিয়েই মোহাম্মদ রেদওয়ানের “আটলান্টিকের ১৮০ দিন” বইটি। বইটির বিশেষত্ব হলো শুধু যাত্রাপথের কথা বলতেই লেখক নিজেকে সীমাবদ্ধ রাখেননি। লেখার সাহিত্যমান বজায় রাখতেও চেষ্টা করেছেন।
যারা সমুদ্র, মেরিনার আর তার অভিজ্ঞাকে জানতে চান তাদের ভালো লাগবে “আটলান্টিকের ১৮০ দিন”।
মোহাম্মদ রেদওয়ান তার বইয়ে আটলান্টিক মহাসমুদ্রে ১৮০ দিনের অভিজ্ঞতা পাঠকদের কাছে তুলে ধরেছেন। একদিকে উত্তাল সমুদ্র অন্যদিকে এর প্রাণবৈচিত্র, কিন্তু কেমনভাবে জাহাজ দিগন্তহীন এই জলে ভেসে থাকে? কেমনই বা এর ক্যাপ্টেন আর ক্রদের জীবন। তার সবই জানতে পারা যায়।
বইটিকে একঅর্থে ভ্রমণগদ্য হিসেবে পড়া যায়, আমার বিবেচনায় সেটিই এর প্রতি সুবিচার করে। এই ভ্রমণে পদে পদে বিস্ময় আর আবিষ্কারের ঘনঘটা—পাঠে শিহরণ জাগায়।
যারা সমুদ্র, মেরিনার আর তার অভিজ্ঞাকে জানতে চান তাদের ভালো লাগবে “আটলান্টিকের ১৮০ দিন”।
আটলান্টিকের ১৮০ দিন
লেখক : মোহাম্মদ রেদওয়ান
সম্পাদনা: জাবির মুহাম্মদ হাবীব
বিষয় : ভ্রমণ
প্রকাশকাল : ২০২৫
প্রকাশক : দারুল ইলম
দাম : ৫৪৭ টাকা।