অতিক্রান্ত সময় বই রিভিউ—সরদার ফজলুল করিম—একজন চিন্তকের দিনপঞ্জি
দিপু চন্দ্র দেব সরদার ফজলুল করিমের “অতিক্রান্ত সময়”-এ আমরা তার প্রতিদিনের জীবনের একটা সাধারণ ধারণা পাই, বইটি তার আত্মজীবনী নয়, দিনলিপি। তার খ্যাতির মূলে আছে প্লেটোর “রিপাবলিক” অ্যারিস্টটলের “পলিটিকস” এঙ্গেলস-এর “এন্টি-ডুরিং” অনুবাদ। বইগুলোর ভার বিবেচনায় নিলে তিনি যে বয়সে সেগুলো অনুবাদ করেছিলেন, তা বিস্ময়ই জাগায়। “দর্শনকোষ” রচনাও তাকে বুদ্ধিজীবী সমাজে স্থায়ী আসন দিয়েছে। ফলে, তার … Read more