বাহিরানা

মেঘদীপা দাস বই রিভিউ—অরণ্য সৌরভ—ভাবের ঘরে চুরি

অরণ্য সৌরভের প্রথম কবিতার বই মেঘদীপা দাস রিভিউ, বইয়ের প্রচ্ছদে নামলিপি আছে, বাহিরানা লগো আছে একটি, বইটির রিভিউয়ের প্রয়োজনে।

মনোয়ার পারভেজ অরণ্য সৌরভের প্রথম কবিতার বই “মেঘদীপা দাস” যখন বাজারে আসে তখনই নামের মধ্যে যেন কী একটা সম্পর্ক খুঁজে পাচ্ছিলাম। কি সেই সম্পর্ক? অরণ্য সৌরভের প্রিয় কবি জীবনানন্দ দাশের “বনলতা সেন” কবিতার অনুসরণেই এই বইয়ের নামকরণ। তবে কাব্যটিতে একই সাথে উঠে এসেছে প্রেম, বিরহ, আর্তনাদ থেকে জীবনানন্দের সুরে ঝরা পাতা, শিশির ভেজা সকাল, পৌষের … Read more