বাহিরানা

দশ কথা: বিশিষ্টজনের মুখোমুখি—অলাত এহ্‌সান—গভীরতর সাক্ষাৎ

অলাত এহ্‌সানের দশ কথা বিশিষ্টজনের ‍মুখোমুখি বই রিভিউ। বইয়ের প্রচ্ছদচিত্র ও নামলিপি আছে এখানে। বাহিরানা লগো আছে একটি।

দিপু চন্দ্র দেব কাউকে গভীর ও ভিন্নভাবে জানার জন্য সাক্ষাৎকার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কারণ সেখানে এমনসব তীর্যক মন্তব্য, স্মৃতি, অভিমত থাকতে পারে যা সাক্ষাৎকার যিনি দিচ্ছেন তার মানসজগত উন্মোচিত হয় আমাদের কাছে। বাংলাদেশের বিশিষ্ট ১০জন ব্যক্তিত্বের সাক্ষাৎকার সংকলন অলাত এহ্‌সানের “দশ কথা: বিশিষ্টজনের ‍মুখোমুখি” তেমনই একটি বই। অলাত এহ্‌সান শিল্পী, কথাসাহিত্যিক থেকে অনুবাদক ও সাংস্কৃতিক … Read more