বাহিরানা

কয়েকজন হুমায়ূন আহমেদ— আসিফ নজরুল— একের বহুত্বে সংযোগ

আসিফ নজরুলের উপন্যাস ‘কয়েকজন হুমায়ূন আহমেদ’-এর প্রচ্ছদ ‘বাহিরানা’ লগোসহ পোস্টের কাভার ইমেজ হিসেব ব্যবহৃত হয়েছে। কয়েকজন হুমায়ূন আহমেদ উপন্যাস

হুমায়ূন আহমেদ বাংলাদেশের বিরলপ্রজ ঔপন্যাসিকদের একজন যিনি জীবত থাকাকালে এবং মৃত্যুর পরেও সমানভাবে জনপ্রিয়। তবে, এখানেই শেষ নয়, যতই দিন যাচ্ছে ততই তিনি নতুন, নতুনভাবে মূল্যায়িত হচ্ছেন। কথাসাহিত্যে তাঁর অবদানের মূল্যায়ন এবং লেখার গুণবিচারে ভিন্ন-ভিন্ন দৃষ্টিকোণ থেকে আলো পাওয়া তাঁর লেখকসত্তার অমরতার চিহ্নকেই ধারণ করে। হুমায়ূনকে নিয়ে পাঠকদের কৌতূহলের নিবৃত্তি ঘটেনি এখনও। কিন্তু তাকে নিয়ে এত লেখার ভিড়েও ব্যক্তি হুমায়ূনের অব্যক্ত দিক, পারিবারিক জীবন আর শিল্পীসত্তাকে তুলে ধরতে পারে এরকম লেখা হয়েছে খুবই কম। কিংবা হয়ইনি বলা যায়। এরকমই এক কাজ ‘‘কয়েকজন হুমায়ূন আহমেদ’’।

হুমায়ূন আহমেদকে নিয়ে সাপ্তাহিক বিচিত্রা এবং সাপ্তাহিক ২০০০-এ ১৯৯২ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত কথাসাহিত্যিক ও শিক্ষক আসিফ নজরুল কয়েকটি প্রতিবেদন করেছিলেন। কালের বিচারে যেগুলো এখন অমূল্য কিন্তু পাঠকদের হাতের নাগালে নেই। এই প্রতিবেদনগুলোই এতোকাল পর মলাটবদ্ধ হয়েছে এই বইয়ে। এগুলো ছাড়াও যুক্ত হয়েছে আরও কয়েকটি লেখা। মূল্যবিচারে এই সংযোজিত লেখাগুলো বইটিকে আরও সম্মৃদ্ধ করেছে।

Read more