কল্লোল লাহিড়ীর ইন্দুবালা ভাতের হোটেল: দুই বাংলার এক হওয়া ও নারীজীবনের হার না মানার উপাখ্যান
কল্লোল লাহিড়ীর ইন্দুবালা ভাতের হোটেল তাঁর লেখার পরিধিকে অন্য এক উঁচ্চতা দিয়েছে। প্রথম উপন্যাস গোরা নকশাল (২০১৭), প্রকাশের পরই বেশ সাড়া ফেলেছিল। আলোচ্য বইটিতে তিনি দুই বাংলাকে ধরতে চেয়েছেন ইন্দুবালা নামের এক সংগ্রামী নারীর জীবনের বাস্তবতার মধ্য দিয়ে। কল্লোল লাহিড়ীর ইন্দুবালা ভাতের হোটেল কাহিনীবিন্যাস এরকম, খুলনার মেয়ে ইন্দুর বিয়ে হয় কলকাতায়। এরপর নতুন জীবনে প্রবেশ … বিস্তারিত পড়ুন