বাহিরানা

কৈ ও মেঘের কবিতা— মাহবুব কবির— চিরনতুন কবিতার খোঁজে

প্রথম বই একজন কবির সূচনাচিহ্ন ধরে রাখে বলে কবির নতুনত্ব চেনাতে এর ভূমিকা প্রবল। এর মাঝে কোনো কোনো কবি প্রথম প্রকাশেই নিজের স্বাতন্ত্র চিনিয়ে দেন, তেমনই একজন কবি মাহবুব কবির। বাংলা কবিতার ইতিহাসে তাঁর নাম ইতোমধ্যেই তিনি সম্মানিত এক আসন অধিকার করে নিয়েছে। বাংলাদেশের নব্বইয়ের দশক ছিল বিভিন্নমুখী ধারায় কবিতা লেখার সময়। কবিতার ভাষা নিয়ে … Read more