বাহিরানা

ঝিনুকের শেষপর্বে যাই কয়েকটি কবিতা

দিপংকর মারডুক ঝিনুকের শেষপর্বে যাই কয়েকটি কবিতা বোতাম খোলা স্বদেশে যাই আমরা। প্রতিরক্ষা ও দ্রাঘিমার ধনুক সরিয়ে ধীরে ধীরে। কোনো মুদ্রা যদি আসে অস্ট্রিক নারীর তাম্রলিপি বরাবরে। তাকে জানাই বিজলি আলোর নিমন্ত্রণ। গন্ধ ক্ষমতার জলসেচ দিয়ে— জাতীয় সড়কের অপঘাতে—; যাও ছাতা ঝিরঝির। মর্ম লিখি। শুনি মাতাল বৃষ্টিবন। শূন্য কি অন্ধকার শিলাস্তরের প্রলয়ে। যেখানে বেদনা ব্যর্থ— … Read more