দূর পৃথিবীর গন্ধে বই রিভিউ—মাসউদ আহমাদ—কবির অন্তর্গত যন্ত্রনার বিষাদময় পরত
মামুনুর রশিদ তানিম এই গল্পগ্রন্থ পড়তে গিয়েই জানতে পারলাম এবং প্রমাণও পেলাম, গল্পকার মাসউদ আহমাদের, জীবনানন্দ নিয়ে আচ্ছন্নতা৷ শুদ্ধতম এই কবিকে নিয়ে বেশ অনেকগুলো ফিকশনাল গল্প রচনা করেছেন তিনি। স্মৃতির পাড় ঘেঁষে জীবন্ত হেঁটে বেড়ায় জীবনানন্দ, তার গল্পগুলোতে। এই গল্পগ্রন্থের ৫’টি গল্পেও জীবনানন্দ মিশে আছেন৷ আরো আছেন লাবণ্য দাশ, শান্তি ব্যানার্জী। একটা গল্পে বুদ্ধদেব বসুও … Read more