বাহিরানা

মঈনুস সুলতানের বলকানের তুর্কি হামাম: দুই সভ্যতার বর্তমান ও অতীতে ভ্রমণ

মঈনুস সুলতানের বলকানের তুর্কি হামাম বইয়ের প্রচ্ছদ

মেসিডোনিয়ার রাজধানী স্কোপিয়ায় গিয়েছিলেন মঈনুস সুলতান ধর্মীয় সহিষ্ণুতা বিষয়ক এক সেমিনারে যোগ দিতে। তার সেই সেমিনারে হহুদি, খ্রিস্টান ও মুসলমান প্রতিনিধিরা ছিলেন। ১৯১৩ সালে সার্বদের অধীনস্ত হওয়ার আগে এই অঞ্চল পাঁচশ বছর তুর্কীদের শাসনাধীন ছিল। এর আগে আলেকজান্ডারের বাবা ফিলিপের অধীনেও ছিল। আশ্চর্যের বিষয় এখনও দুই সভ্যতার চিহ্ন সগৌরবে টিকে আছে এখানে। সেমেটিক সব ধর্মেরও … বিস্তারিত পড়ুন