জুলাইয়ের অশেষ পাখিরা বই রিভিউ—মঈন শেখ—সাম্প্রতিক ইতিহাসের গল্প
দিপু চন্দ্র দেব মঈন শেখের “জুলাইয়ের অশেষ পাখিরা” গল্পগ্রন্থটি বাংলাদেশের ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের অভূতপূর্ব গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত। এই সময়কালটি বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। বইয়ের গল্পগুলো সেই সময়ের এক একটি অংশকে কেন্দ্র করে লেখা। বইটি স্বৈরশাসনের বিরুদ্ধে সংগ্রাম, মানুষের আত্মত্যাগ, এবং রক্তঝরা সময়টির বেদনা-যন্ত্রণা ধারণ করে আছে। বইয়ে গল্প রয়েছে ১৬টি, প্রতিটি … Read more