মধ্যযুগে বাংলার অর্থনীতি (১২০৪-১৭৫৭) বই রিভিউ—সাদিকুর রহমান—অবহেলিত বিষয়ে মনোযোগ দান
দিপু চন্দ্র দেব মধ্যযুগের বাংলার সাহিত্য বিষয়ে আমরা যতদূর জানি বা গবেষণা রয়েছে তার খুবই অল্প পরিমাণই রয়েছে অর্থনীতি নিয়ে। এর কারণ তথ্য-উপাত্তের অভাব নাকি মনোযোগ—সেটা বের করা শক্ত। তবে এটা নিশ্চিত অর্থনীতি ও সাহিত্য ছাড়া মধ্যুযুগ কেন ইতিহাসের কোনো সময় পর্বের সমাজেরই প্রকৃত অবস্থা জানা সম্ভব নয়। উদাহরণ হিসেবে চর্যাগীতিকার কথা বলা যায়, গীতিকাগুলোতে … Read more