মোরশেদ শফিউল হাসানের সময়ের পথরেখা: ১ম খণ্ড — অতীতের ভবিষ্যত ও বর্তমান চিন্তা
মোরশেদ শফিউল হাসান সবকিছুই গভীরভাবে বিশ্লেষণ করেন, স্বচ্ছ ও পক্ষপাতহীন ভাষায় তার লেখা এরকমভাবেই প্রতিষ্ঠিত। তবে এ কথাগুলোর প্রয়োজন নেই বিশেষ, কারণ দীর্ঘকাল যাবতই তিনি নিজের চিন্তাচর্চাকে নবায়ন করে চলেছেন, তার বই পূর্ব বাঙলার চিন্তাচর্চা (১৯৪৭-১৯৭০): দ্বন্দ্ব ও প্রতিক্রিয়া, (২০১২), রাজনীতিহীনতার রাজনীতি, (২০০১), পাউডার পাঁচালি, (১৯৯৭)-সহ অসংখ্য নজির রেখেছেন তিনি। মোরশেদ শফিউল হাসানের সময়ের পথরেখা: … বিস্তারিত পড়ুন