শওকত হোসেনের প্রতিপক্ষ: ওয়েস্টার্নের মূলের ব্যঞ্জন তো পাওয়া যায়, কিন্তু ভালো কতখানি!
লুই লা’মারের ডার্ক ক্যানিয়ন ওয়েস্টার্নের ছায়া অবলম্বনে শওকত হোসেনের প্রতিপক্ষ, কিন্তু ছায়া এক্ষেত্রে কতটুকু দীর্ঘাকার তা জানি না, তবে গাঢ় হবার কথা। ওয়েস্টার্ন জনরার সুপরিচিত এবং বিলাভড অলঙ্কারে সাজলেও, আঁচ করা যায়, লুই লা’মারের মূল উপন্যাসের প্রকৃতি অনেক বেশি স্ট্রেইটফরোয়ার্ড। একদম ফ্রন্টিয়ারলাইন আর ফ্রন্টিয়ারদের গল্প। ওয়েস্টার্নে শওকত হোসেনের গদ্য চিত্তাকর্ষক ও তেজী হবে, সেটাই তো … বিস্তারিত পড়ুন