বাহিরানা

শহীদুল জহিরের “ঐ ডলু নদী দেখা যায়” গল্পে প্রতিশোধ ও শ্রেণিদ্বন্দ্ব

শহীদুল জহিরের গল্প “ঐ ডলু নদী দেখা যায়” এর প্রচ্ছদ। ছবিটিতে গল্পের মধ্যে থাকা প্রতিশোধ ও শ্রেণিদ্বন্দ্বের বিষয়টি তুলে ধরা হয়েছে।

শহীদুল জহিরের ঐ ডলু নদী দেখা যায় গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল কামরুজ্জামান জাহাঙ্গীর সম্পাদিত কথা ছোটকাগজের প্রথম সংখ্যায়, ২০০৪ সালে। ডলু নদীর হাওয়া ও অন্যান্য গল্প বইয়ে যাওয়ার পর গল্পটির যে নাম ডলু নদীর হাওয়া আমরা দেখেছি তার চেয়ে ভিন্ন এই নাম। আরো কয়েকটি শব্দের সঙ্গে মূল নাম থেকে “ঐ” শব্দটিও কেটে দিয়েছেন শহীদুল জহির। … বিস্তারিত পড়ুন